Logo

ভারতে মন্দিরে পদদলিত হয়ে অন্তত ১২ জনের মৃত্যু

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১ নভেম্বর, ২০২৫, ১৫:০৮
18Shares
ভারতে মন্দিরে পদদলিত হয়ে অন্তত ১২ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

ভারতের অন্ধ্রপ্রদেশে শ্রীকাকুলামের কাসিবুগগা ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদদলিত হয়ে অন্তত ১২ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

বিজ্ঞাপন

শনিবার (১ নভেম্বর) সকালে অন্ধ্রপ্রদেশের  শ্রীকাকুলামে কাসিবুগগা ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে এ ঘটনা ঘটে। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পবিত্র দিন একাদশী উপলক্ষে মন্দিরটিতে তীর্থযাত্রীদের প্রচণ্ড ভিড়ের কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

এনডিটিভি জানিয়েছে, মন্দির থেকে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে শত শত নারী পূজার ঝুড়ি হাতে সিঁড়িতে একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি করছেন। শ্বাস নিতে না পারায় অনেকে মাটিতে লুটিয়ে পড়েন। পদদলিত হওয়ার পর প্রাঙ্গণে বহু দেহ ছড়িয়ে ছিটিয়ে থাকে। স্থানীয়রা আহতদের সাহায্য করতে এগিয়ে আসেন এবং ভিড় থেকে অন্যদের টেনে বের করার চেষ্টা করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

সরকারি সূত্র জানায়, মন্দির কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনকে এত বিশাল ভিড়ের কথা আগে থেকে জানায়নি। পদদলিত হওয়ার সময় মন্দির এলাকায় নির্মাণ কাজ চলছিল। এদিন হাজার হাজার ভক্ত একাদশীর পূজা ও উপবাসে অংশগ্রহণ করেছিলেন।

কর্তৃপক্ষের বরাতে জানা যায়, হিন্দুধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র দিন একাদশী উপলক্ষে মন্দিরে হাজার হাজার ভক্ত সমবেত হয়েছিলেন। এই দিনে উপবাস করে ভগবান বিষ্ণুকে প্রার্থনা ও পূজা অর্পণ করেন তারা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা ঘোষণা করেছেন। আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন,অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদদলিত হওয়ার ঘটনায় আমি ব্যথিত। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করি।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ঘটনার শোক প্রকাশ করে তা হৃদয়বিদারক আখ্যায়িত করেছেন এবং আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণ জানিয়েছেন, মর্মান্তিক ঘটনার তদন্ত করা হবে এবং বড় মন্দিরগুলোতে ভিড়ের কথা মাথায় রেখে নিরাপত্তা নিশ্চিতের জন্য ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD