Logo

মেক্সিকোয় দোকানে ভয়াবহ আগুনে প্রাণ গেল ২৩ জনের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ নভেম্বর, ২০২৫, ১১:০০
10Shares
মেক্সিকোয় দোকানে ভয়াবহ আগুনে প্রাণ গেল ২৩ জনের
ছবি: সংগৃহীত

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

বিজ্ঞাপন

শনিবার (১ নভেম্বর) স্থানীয় সময় রাতে উত্তর-পশ্চিমাঞ্চলীয় হার্মোসিলো শহরের একটি ডিসকাউন্ট দোকানে এ অগ্নিকাণ্ড ঘটে। দেশটির বার্তাসংস্থা ও স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, আগুন লাগার সময় দোকানটিতে অনেক ক্রেতা ও কর্মী উপস্থিত ছিলেন।

সোনোরা প্রদেশের গভর্নর আলফোনসো দুরাজো জানিয়েছেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি পূর্ণাঙ্গ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তার ভাষায়, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেশিরভাগ মানুষ বিষাক্ত ধোঁয়া শ্বাসে নিয়ে প্রাণ হারিয়েছেন।”

বিজ্ঞাপন

রাষ্ট্রীয় কৌঁসুলি গুস্তাভো সালাস জানিয়েছেন, ফরেনসিক মেডিকেল টিমের প্রাথমিক প্রতিবেদনে একই তথ্য পাওয়া গেছে।

অগ্নিকাণ্ডের সময় দেশজুড়ে পালিত হচ্ছিল ‘ডে অব দ্য ডেড’ উৎসব—যেদিন মানুষ তাদের প্রয়াত প্রিয়জনদের স্মরণ করে। এই উৎসব চলাকালেই দুর্ঘটনাটি ঘটায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাম সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং দ্রুত উদ্ধার তৎপরতার নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

রেড ক্রসের স্থানীয় ইউনিট জানিয়েছে, প্রায় ৪০ জন উদ্ধারকর্মী ও ১০টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে কাজ করেছে। আহতদের কয়েক ধাপে হাসপাতালে নেওয়া হয়।

আগুন নিয়ন্ত্রণে এলেও এর সূত্রপাত নিয়ে তদন্ত এখনো চলছে। স্থানীয় সূত্রগুলো বলছে, সম্ভবত শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তবে বিস্ফোরণের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।

বিজ্ঞাপন

শহর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ওয়ালডোস নামের ওই দোকানটি কোনো ধরনের হামলার লক্ষ্যবস্তু ছিল না।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD