Logo

প্রত্যেক মার্কিন নাগরিককে ২ হাজার ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১০ নভেম্বর, ২০২৫, ১১:৩৯
26Shares
প্রত্যেক মার্কিন নাগরিককে ২ হাজার ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, দেশের প্রত্যেক নাগরিককে অন্তত ২ হাজার ডলার করে অর্থ সহায়তা দেওয়া হবে। চলমান সরকারি অচলাবস্থার মধ্যেই এমন ঘোষণা দিয়ে আলোচনায় এসেছেন তিনি।

বিজ্ঞাপন

ট্রাম্প জানিয়েছেন, এই অর্থ ট্যারিফ থেকে অর্জিত রাজস্বের অংশ থেকে বিতরণ করা হবে। তবে পরিকল্পনাটি বাস্তবায়নে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হতে পারে।

সোমবার (১০ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

রবিবার ট্রাম্প তার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, ‘প্রত্যেক মার্কিন নাগরিক অন্তত ২ হাজার ডলারের লভ্যাংশ পাবে, তবে উচ্চ আয়ের ব্যক্তিরা এর বাইরে থাকবেন।’

বিজ্ঞাপন

সংবাদমাধ্যমটি জানায়, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বর্তমানে ট্রাম্পের শুল্কনীতির সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। সেই সঙ্গে সরকারের কার্যক্রম স্থগিত থাকায় খাদ্য সহায়তা কর্মসূচিসহ অনেক সরকারি সেবা ব্যাহত হচ্ছে।

অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবিসি নিউজ-কে বলেন, ‘এই ২ হাজার ডলারের অর্থ নাগরিকদের কাছে বিভিন্নভাবে পৌঁছাতে পারে।’ তিনি আরও জানান, এতে কর ছাড় বা বোনাস আয়ের ওপর কর অব্যাহতি দেওয়ার মতো বিষয়ও থাকতে পারে।

বিজ্ঞাপন

নিজের নীতির পক্ষে অবস্থান নিয়ে ট্রাম্প বলেন, ‘যারা ট্যারিফের বিরোধিতা করে, তারা নির্বোধ! এখন যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে ধনী ও মর্যাদাসম্পন্ন দেশ। মুদ্রাস্ফীতি প্রায় নেই, আর শেয়ারবাজার রেকর্ড উচ্চতায়।’

তিনি আরও দাবি করেন, শুল্ক থেকে ‘ট্রিলিয়ন ডলার’ রাজস্ব আসছে, যা দিয়ে দেশের বিশাল ৩৭ ট্রিলিয়ন ডলারের ঋণ পরিশোধ শুরু হবে শিগগিরই।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সরকারি কার্যক্রম বন্ধ থাকায় (শাটডাউন) যুক্তরাষ্ট্রজুড়ে খাদ্য সহায়তা ও সরকারি সুবিধা বিঘ্নিত হচ্ছে। টানা ৪০ দিন ধরে চলা এই অচলাবস্থা ইতোমধ্যেই মার্কিন ইতিহাসে দীর্ঘতম শাটডাউন হিসেবে রেকর্ড গড়েছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD