Logo

‘আপনার স্ত্রী কয়জন?’ ট্রাম্পের প্রশ্নে হাসির রোল

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৩ নভেম্বর, ২০২৫, ১২:৪১
16Shares
‘আপনার স্ত্রী কয়জন?’ ট্রাম্পের প্রশ্নে হাসির রোল
ছবি: সংগৃহীত

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকে এক মজার ঘটনার জন্ম দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে আলোচনার এক পর্যায়ে ট্রাম্প হঠাৎ আল-শারাকে জিজ্ঞেস করেন, ‘আপনার স্ত্রী কয়জন?’— আর তাতেই উপস্থিত সবাই হাসিতে ফেটে পড়েন।

বিজ্ঞাপন

দুই দেশের সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে সম্প্রতি এই ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিরিয়ার ওপর থাকা মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে গুরুত্ব দেন আল-শারা।

বুধবার (১২ নভেম্বর) রাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, বৈঠকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, ট্রাম্প আল-শারাকে একটি পারফিউম উপহার দিচ্ছেন এবং হেসে বলছেন, “এটাই সবচেয়ে ভালো ঘ্রাণ, আর অন্য বোতলটি আপনার স্ত্রীর জন্য।”

বিজ্ঞাপন

এরপরই হাস্যরসাত্মক ভঙ্গিতে তিনি প্রশ্ন করেন, “আপনার স্ত্রী কয়জন?” জবাবে আল-শারা বলেন, “একজন।” তখন উপস্থিত কর্মকর্তারা হাসিতে মেতে ওঠেন। ট্রাম্পও রসিকতা করে যোগ করেন, “তবে ভবিষ্যতের কথা কে জানে!”

বৈঠকের সময় সিরিয়ার প্রেসিডেন্ট মার্কিন নেতাকে উপহার দেন প্রাচীন সিরীয় ঐতিহ্যের প্রতীকী নিদর্শন। ট্রাম্পও প্রশংসা করে বলেন, “অতীত কঠিন হলেও সেই অভিজ্ঞতাই সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়।”

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত বছর সামরিক অভিযানের মাধ্যমে ক্ষমতায় আসেন ৪৩ বছর বয়সী আহমেদ আল-শারা। যুক্তরাষ্ট্র সফরে তার মূল লক্ষ্য ছিল সিরিয়ার ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD