পূর্ব-পশ্চিম দুই ফ্রন্টেই যুদ্ধের জন্য প্রস্তুত পাকিস্তান: দাবি খাজা আসিফ

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, ভারত ও আফগানিস্তানের সঙ্গে দুই ফ্রন্টে যুদ্ধের জন্য ইসলামাবাদ সম্পূর্ণরূপে প্রস্তুত। ভারতের রাজধানী দিল্লি ও পাকিস্তানের ইসলামাবাদে বিস্ফোরণ ঘিরে উত্তেজনার মাঝে দেশটির একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমন দাবি করেছেন তিনি।
বিজ্ঞাপন
খাজা আসিফ বলেছেন, ‘‘আমরা প্রস্তুত; আমরা পূর্ব (ভারত) ও পশ্চিম (আফগানিস্তান) উভয় সীমরেখা মোকাবিলার জন্য প্রস্তুত। প্রথম রাউন্ডে আল্লাহ আমাদের সাহায্য করেছেন এবং দ্বিতীয় রাউন্ডেও তিঁনি আমাদের সাহায্য করবেন।’’
তিনি বলেন, যদি তারা চূড়ান্ত লড়াই চায়, তাহলে আমাদের কাছে যুদ্ধ ছাড়া আর কোনও ধরনের বিকল্প থাকবে না। ইসলামাবাদে বিস্ফোরণে ১২ জনের প্রাণহানির ঘটনার পর এই মন্তব্য করেছেন খাজা আসিফ।
আরও পড়ুন: ফিলিস্তিনে পুলিশ মোতায়েন করেছে জার্মানি
বিজ্ঞাপন
এই বিস্ফোরণের সঙ্গে ভারত সমর্থিত কিছু গোষ্ঠী জড়িত বলে দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। যদিও পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) ওই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে।
এর আগে, দেশটির গণমাধ্যম জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইসলামাবাদে হামলার পর কাবুলকে ‘যুদ্ধ’ নিয়ে সতর্ক করে দিয়েছিলেন খাজা আসিফ। আফগানিস্তানের তালেবান শাসকগোষ্ঠীকে পাকিস্তানে সহিংসতার জন্য দায়ী করেন তিনি। হামলাকারী জঙ্গিদের আফগানিস্তান আশ্রয় দিয়েছে অভিযোগ করে তিনি বলেন, আফগানিস্তানে হামলা চালাতে বাধ্য হয়েছিল ইসলামাবাদ।
তিনি অভিযোগ করেন, কাবুলে ঐক্যবদ্ধ কোনও সরকার নেই এবং তালেবান শাসকগোষ্ঠী বিভিন্ন গ্রুপ ও অংশে বিভক্ত; যার আলাদা স্বার্থ ও এজেন্ডা রয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: বেলেমে কপ-৩০: জলবায়ু সংকটে নতুন দিগন্ত
‘‘তাদের মধ্যে কিছু অংশের যোগাযোগ রয়েছে ভারতের সঙ্গে এবং কিছু অংশের রশি অন্য কোথাও থেকে টানা হচ্ছে। তাই আমি মনে করি, এই দুটি হামলা আফগানিস্তান থেকে চালানো হতে পারে। প্রকৃতপক্ষে এটি ভারতের আগ্রাসন; যা আফগানিস্তানের পথ ধরে আমাদের দেশে পরিচালিত হচ্ছে।’’
তিনি ভারত ও আফগানিস্তানকে যেকোনও ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর বিষয়ে সতর্ক করে দিয়ে বলেছেন, পাকিস্তান একই ধাঁচের পাল্টা আঘাত হানবে।
বিজ্ঞাপন
‘‘পাকিস্তান কখনোই কোনও সামরিক আগ্রাসন হাতে নেয় না। তবে আমরা কোনও আগ্রাসনকে মোকাবিলা না করে ছাড়বো না। আমরা শক্তিশালীভাবে জবাব দেব।’’ সূত্র: ইন্ডিয়া টুডে, এনডিটিভি।








