দিল্লি বিস্ফোরণকাণ্ডের সন্দেহভাজন উমরের বাড়ি গুঁড়িয়ে দিলো ভারত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাম্প্রতিক গাড়িবোমা বিস্ফোরণের প্রধান সন্দেহভাজন ডা. উমর নবী’র কাশ্মিরের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় মধ্যরাতে কাশ্মিরের পুলওয়ামায় অবস্থিত বাড়িটি বিস্ফোরকের মাধ্যমে গুঁড়িয়ে দিয়েছে পুলিশ ও নিরাপত্তাবাহিনী।
উমরের বাড়ি ধ্বংসের জন্য ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইডি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কর্মীরা জানিয়েছেন, তদন্তকাজের অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হর্য়েছে।
বিজ্ঞাপন
সোমবার (১০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যার দিকে নয়াদিল্লির পর্যটন এলাকা লাল কিল্লার একটি মেট্রো স্টেশনের কাছে একটি আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নিহত হন ওই গাড়ির চালকসহ ১৩ জন এবং আহত হন কমপক্ষে ৩০ জন। প্রাথমিক তদন্ত এবং ঘটনাস্থলের বিভিন্ন ফুটেজ দেখে পুলিশ নিশ্চিত হয়েছে যে বিস্ফোরণকাণ্ডে ব্যবহৃত হুন্দাই আই ২০ গাড়িটির চালক ছিলেন উমর নবী।
আরও জানা গেছে, দিল্লি বিস্ফোরণের তদন্তে মুজাম্মিল শাকিল ও আদিল আহমেদ রাথের নামের যে দুই কাশ্মিরি চিকিৎসকের নাম উঠে এসেছে, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন উমর। তিনি নিজেও পেশায় চিকিৎসক ছিলেন। ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদ শহরের আল ফালাহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ছিলেন তিনি।
বিজ্ঞাপন
নয়াদিল্লিতে বিস্ফোরণের পর সোমাবর রাতভর ভারতের পুলওয়ামা ও এবং আশপাশের এলাকায় তল্লাশি চালায় জম্মু-কাশ্মির পুলিশ। এ সময় গ্রেফতার করা হয় ৬ জনকে। এই ৬ জনের মধ্যে তিন জন উমরের পরিবারের সদস্য। এরা হলেন উমরের মা এবং দুই ভাই।
উমরের পরিবারের সদস্যদের গ্রেফতারের প্রসঙ্গে দিল্লি পুলিশের এক কর্মকর্তা ভারতের গণমাধ্যম পিটিআইকে বলেছেন, “সন্দেহভাজনের মা এবং দুই ভাইকে আমরা ডিএনএ-র নমুনা সংগ্রহের জন্য আটক করেছিলাম। বিস্ফোরণস্থল থেকে পাওয়া দেহাংশের সঙ্গে তা মিলিয়ে দেখা হয়েছে। আমরা নিশ্চিত হয়েছি যে তারা উমরের পরিবারের সদস্য।”








