সৌদি আরবে বাস–ট্যাংকার সংঘর্ষে নিহত ৪২ ওমরাহযাত্রী

সৌদি আরবে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪২ জন ভারতীয় ওমরাহযাত্রী।
বিজ্ঞাপন
রবিবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটের দিকে মক্কা-মদিনা হাইওয়ের আল-হামরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সৌদি আরবের স্থানীয় সূত্র জানায়, মদিনামুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ডিজেল ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষ হলে মুহূর্তেই আগুন ধরে যায়। এতে বাসে থাকা অধিকাংশ যাত্রী ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যান।
বিজ্ঞাপন
নিহতদের সবাই ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার বাসিন্দা ছিলেন। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে উল্লেখযোগ্য সংখ্যায়। সৌদি আরবের প্রাথমিক তথ্যে জানা গেছে, নিহতদের মধ্যে ২০ জন নারী এবং ১১ জন শিশু।
দুর্ঘটনার সময় বাসের অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন বলে জানিয়েছে উদ্ধারকারী দল। সংঘর্ষের তীব্রতা এত বেশি ছিল যে কয়েকজনকে বাসের ভেতর থেকে বের করতেই দমকলকর্মীদের ঘণ্টার পর ঘণ্টা সময় লাগে।
ঘটনার পর সৌদি পুলিশ, সিভিল ডিফেন্স এবং রেড ক্রিসেন্ট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বিজ্ঞাপন
ভারতের দূতাবাস ও সৌদি কর্তৃপক্ষ নিহতদের পরিচয় শনাক্তকরণ এবং মরদেহ হস্তান্তর প্রক্রিয়া শুরু করেছে। নিহতদের পরিবারকে সহায়তা করতে বিশেষ সেলও গঠন করা হয়েছে।
এই মর্মান্তিক দুর্ঘটনা ওমরাহযাত্রী পরিবারগুলোতে শোকের ছায়া ফেলেছে পুরো ভারতজুড়ে।








