Logo

কারাপ্রাঙ্গণ থেকে আটক ইমরানের তিন বোন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২০ নভেম্বর, ২০২৫, ১৬:৫৪
13Shares
কারাপ্রাঙ্গণ থেকে আটক ইমরানের তিন বোন
ছবি: সংগৃহীত

পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের সামনে থেকে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোন—আলিমা খান, নওরিন নিয়াজি ও উজমা খানকে আটক করেছে পুলিশ। কারাবন্দি ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে না দেওয়ায় তারা কারাগারের প্রবেশমুখে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলেন।

বিজ্ঞাপন

ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) জানায়, মঙ্গলবার গভীর রাতে আটক করার আগে পুলিশ তাদের সঙ্গে অশালীন আচরণ করেছে এবং জোরপূর্বক ঘটনাস্থল থেকে তুলে নিয়ে যায়।

দলটির দাবি, ইমরান খান দীর্ঘদিন ধরে আদিয়ালা কারাগারে বন্দি থাকলেও কারা কর্তৃপক্ষ পরিবার কিংবা দলীয় নেতাদের তাঁর সঙ্গে দেখা করতে দিচ্ছে না, যা আদালতের নির্দেশনা লঙ্ঘন।

বিজ্ঞাপন

এ ঘটনায় প্রতিবাদ জানাতে মঙ্গলবার পিটিআই নেতাকর্মী ও ইমরানের পরিবারের সদস্যরা কারাগার চত্বরে অবস্থান নেন। তাদের অভিযোগ, আদালত সাপ্তাহিক সাক্ষাতের অনুমতি দিলেও তা মানছে না কারা কর্তৃপক্ষ।

মঙ্গলবার মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে পিটিআই জানায়, পুলিশ যখন অভিযান চালায়, তখন ইমরানের তিন বোন শান্তিপূর্ণভাবে কারাগারের বাইরে বসে ছিলেন। এ সময় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের স্থানীয় সরকারমন্ত্রী মিনা খান আফ্রিদি, এমএনএ শাহিদ খট্টকসহ কয়েকজন নেতাকর্মীও হামলার শিকার হন এবং তাদেরও তুলে নিয়ে যায় পুলিশ।

বিবৃতিতে প্রশ্ন তোলা হয়— আদালতের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও কেন ইমরান খানকে পরিবারের সঙ্গে সাপ্তাহিক সাক্ষাতের সুযোগ দেওয়া হচ্ছে না? একজন বন্দির মৌলিক অধিকার অস্বীকার করা হচ্ছে, আর পরিবারের সদস্যদের ওপর দমন-পীড়ন চালানো হচ্ছে।

বিজ্ঞাপন

এদিকে, পিটিআই কর্মীরা এক্সে ঘটনাস্থলের বেশ কিছু ভিডিও প্রকাশ করেছেন। একটি ভিডিওতে দেখা যায়, আলিমা ও উজমা বোন নওরিনকে জড়িয়ে ধরে আছেন; তিনি দৃশ্যতভাবে কাঁপছিলেন। চারপাশে থাকা নারীকর্মীরা তাকে শান্ত রাখার চেষ্টা করছিলেন। পুরো ঘটনার বিস্তারিত তুলে ধরে প্রতিবেদন করেছে দ্য ডন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD