Logo

নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুঁশিয়ারি দিলেন মুসলিম মেয়র

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২০ নভেম্বর, ২০২৫, ১৭:২৪
18Shares
নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুঁশিয়ারি দিলেন মুসলিম মেয়র
ছবি: সংগৃহীত

নিউইয়র্কে সফরে এলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করার হুঁশিয়ারি দিয়েছেন শহরটির নবনির্বাচিত মুসলিম মেয়র জোহরান মামদানি। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্তৃক জারি করা গ্রেপ্তারি পরোয়ানা নিউইয়র্কেই কার্যকর হবে— এমনই দৃঢ় অবস্থান জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বিদায়ী মেয়র এরিক অ্যাডামসের সঙ্গে সাক্ষাৎ শেষে এক টেলিভিশন সাক্ষাৎকারে মামদানি বলেন, তিনি আন্তর্জাতিক আইনের প্রতি নৈতিক ও আইনি দায়বদ্ধতা থেকে এই অবস্থান নিয়েছেন। ৩৪ বছর বয়সী এই তরুণ মেয়র ৪ নভেম্বর নির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়ার পর থেকেই গাজায় ইসরায়েলি হামলা ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সোচ্চার অবস্থান ধরে রেখেছেন।

আনাদোলু এজেন্সির তথ্য অনুযায়ী, ২০২৪ সালের নভেম্বরে গাজায় বেসামরিক মানুষের ওপর উদ্দেশ্যমূলক হামলা এবং খাদ্যকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি।

বিজ্ঞাপন

নিউইয়র্কে এই পরোয়ানা কার্যকর করার অঙ্গীকার করে মামদানি সরাসরি বলেন, যখন তিনি নিউইয়র্কে আসবেন, আমরা পরোয়ানা বহাল রাখব এবং তাকে গ্রেপ্তার করা হবে।

পরে এবিসি৭-এর লাইভ অনুষ্ঠানেও তিনি একই বক্তব্য পুনর্ব্যক্ত করেন। এ সময় তিনি নিউইয়র্ককে “আন্তর্জাতিক আইনের শহর” হিসেবে অভিহিত করেন।

বিজ্ঞাপন

মামদানির ভাষায়, আইন রক্ষা করা আমাদের দায়িত্ব। আইসিসির পরোয়ানা কার্যকর করতেই হবে। নেতানিয়াহু হোক বা পুতিন— কারও জন্য কোনো ব্যতিক্রম হতে পারে না। আমি ডোনাল্ড ট্রাম্পের মতো নই, যিনি নিজের মতো করে আইন বানান; আমি বিদ্যমান আইনই সম্মান করি।

আগামী ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে নিউইয়র্কের মেয়রের দায়িত্ব গ্রহণ করবেন জোহরান মামদানি।

সূত্র: আনাদোলু এজেন্সি

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD