ইমরান খান সুস্থ আছেন, জানাল কারা কর্তৃপক্ষ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আদিয়ালা কারাগারেই রয়েছেন এবং তিনি সুস্থ আছেন, এ তথ্য নিশ্চিত করেছে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারা কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
বুধবার (২৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ায় যে, তাকে নীরবে অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়েছে।
কারা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, “ইমরান খানকে আদিয়ালা থেকে অন্য কোথাও নেওয়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি ভালো আছেন এবং নিয়মিত প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন। তার অসুস্থতার গুজব সত্য নয়।”
বিজ্ঞাপন
২০২২ সালে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতা হারানোর পর ইমরান খানের বিরুদ্ধে দুর্নীতিসহ একাধিক মামলা হয়। সেনাবাহিনীর সদরদপ্তরে হামলা এবং রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়। নানা ঘটনার মধ্য দিয়ে ২০২৩ সালে তাকে গ্রেপ্তার করা হয়; একবার মুক্তি পেলেও পরে আবার আটক হন এবং গত বছরের আগস্ট থেকেই তিনি কারাবন্দি।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, ইমরান খান কারাগারে সর্বোচ্চ সুবিধা পাচ্ছেন। তার দাবি, “ইমরান খানের জন্য যে খাবারের ব্যবস্থা করা হয়, তা পাঁচ তারকা হোটেলের মেন্যুকেও ছাড়িয়ে যায়। তিনি চাইলে যেকোনো টিভি চ্যানেল দেখতে পারেন। ব্যায়ামের সরঞ্জামও দেওয়া হয়েছে। এমনকি ডাবল বেডের ব্যবস্থাও রয়েছে তার জন্য।”
বিজ্ঞাপন
সূত্র: জিও নিউজ








