হংকংয়ের আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১৩

হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো জেলায় এক আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও কয়েকজন।
বিজ্ঞাপন
বুধবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে আগুন ছড়িয়ে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। পরে রাত সোয়া ৮টার দিকে ফায়ার সার্ভিস বিভাগের কর্মকর্তা চৌ উইং–ইন সংবাদ সম্মেলনে হতাহতের সর্বশেষ তথ্য দেন।
ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থল থেকে ২৮ জনকে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে ৯ জনকে সেখানে মৃত্যুর নিশ্চিত করা হয়। হাসপাতালে নেওয়া ছয়জনের মধ্যে আরও চারজন পরে মারা যান।
বিজ্ঞাপন
এএফপির তথ্যমতে, কমপ্লেক্সটির অন্তত তিনটি ভবনের নির্মাণকাজে ব্যবহৃত বাঁশের মাচা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। আট ব্লকের এই কমপ্লেক্সে রয়েছে প্রায় দুই হাজার ফ্ল্যাট।
টিভি ফুটেজে দেখা গেছে, মাচা থেকে বের হওয়া ঘন ধোঁয়ায় ভবনগুলোর চারপাশ ঢেকে গেছে। পরিস্থিতি মোকাবিলায় কর্তৃপক্ষ দ্বিতীয় সর্বোচ্চ অ্যালার্ট জারি করেছে। অগ্নিনির্বাপণ কাজে সহায়তার জন্য পাশের একটি মহাসড়ক আংশিকভাবে বন্ধ করে দেওয়া হয়।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিস বাসিন্দাদের ঘরে নিরাপদে অবস্থান করতে, দরজা-জানালা বন্ধ রাখতে এবং শান্ত থাকতে নির্দেশ দিয়েছে। আগুনের এলাকায় সাধারণ মানুষের চলাচল সীমিত রাখারও আহ্বান জানানো হয়েছে।
গত মাসেও একই ধরনের আগুনে হংকংয়ের কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকার একটি ভবনের মাচা ক্ষতিগ্রস্ত হয় এবং চারজনকে হাসপাতালে নিতে হয়েছিল।
তথ্যসূত্র: এএফপি








