পাকিস্তানি সেনাদের অভিযানে ‘ভারত মদদপুষ্ট’ ২২ সন্ত্রাসী নিহত

খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলায় অভিযানে ‘ভারতের মদদপুষ্ট খারেজি’ গোষ্ঠীর অন্তত ২২ সদস্যকে হত্যা করেছে পাকিস্তান সেনাবাহিনী। মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর–আইএসপিআর।
বিজ্ঞাপন
আইএসপিআর জানায়, ভারতীয় প্রক্সি ফিতনা আল-খারেজির উপস্থিতির তথ্য পাওয়ার পর বিশেষ অভিযান চালানো হয়। মুখোমুখি গোলাগুলিতে ২২ জন সন্ত্রাসী নিহত হয়। এলাকায় আরও কোনো সশস্ত্র ব্যক্তি লুকিয়ে থাকলে তাদের শনাক্তে ‘সার্চ অ্যান্ড ক্লিয়ারেন্স’ অপারেশন চলছে।
এদিকে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার প্রতিক্রিয়ায় পাল্টা হুঁশিয়ারি দিয়েছে আফগানিস্তান। মঙ্গলবার রাতে আফগানিস্তানের খোস্ত প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় ৯ শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছে বলে দাবি করেছে তালেবান সরকার। যদিও পাকিস্তান এ হামলার অভিযোগ অস্বীকার করেছে।
বিজ্ঞাপন
এর আগে গত অক্টোবরে দুই দেশের সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের পর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় উত্তেজনা কমলেও পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। সোমবার পেশোয়ারে আত্মঘাতী হামলায় ছয়জন নিহত হওয়ার পর রাতেই আফগান মাটিতে বিমান হামলা চালায় ইসলামাবাদ।
পাকিস্তানকে কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়ে আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, “আমাদের আকাশসীমা ও জনগণকে রক্ষা করা বৈধ অধিকার। উপযুক্ত সময়ে প্রয়োজনীয় জবাব দেওয়া হবে।”
বিজ্ঞাপন
সূত্র: দ্য ন্যাশন








