ভারত থেকে ইহুদিদের পুনর্বাসনের পরিকল্পনা ইসরায়েলের

ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ইহুদি-পরিচয়ে বসবাসরত কয়েক হাজার ব্নেই মেনাশেকে পুনর্বাসনের পরিকল্পনা করছে দখলদার ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই পরিকল্পনার কথা জানিয়ে বলেছেন, এটি একটি গুরুত্বপূর্ণ এবং ইহুদিবাদী সিদ্ধান্ত।
বিজ্ঞাপন
রবিবার (২৩ নভেম্বর) ইসরায়েলের সরকার এক বিবৃতিতে ভারত থেকে বেনই মেনাশেদের পুনর্বাসনের ঘোষণা দিয়েছে। ইসরায়েলের সিদ্ধান্ত অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে ব্নেই মেনাশে সম্প্রদায়ের প্রায় পাঁচ হাজার ৮০০ সদস্যকে গ্রহণ করবে ইসরায়েল।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মিজোরাম এবং মণিপুর রাজ্যে বসবাসরত এই ইহুদিদের পর্যায়ক্রমে উত্তর ইসরায়েলের গালিলি অঞ্চলে নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষে গালিলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত কয়েক বছরে ওই অঞ্চল থেকে হাজার হাজার বাসিন্দা অন্যত্র চলে গেছেন।
আরও পড়ুন: সৌদি আরবে চালু হচ্ছে নতুন দুই মদের দোকান
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনই মেনাশেদের ফিরিয়ে নেওয়ার এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ এবং ইহুদিবাদী বলে অভিহিত করেছেন। এই সিদ্ধান্ত কার্যকর করা হলে ইসরায়েলের উত্তরাঞ্চল শক্তিশালী হবে।
বিজ্ঞাপন
ভারত থেকে ব্নেই মেনাশে জনগোষ্ঠীর ১ হাজার ২০০ জনের প্রথম দলটি ২০২৬ সালে ইসরায়েলে নেওয়া হতে পারে।








