Logo

সৌদি আরবে চালু হচ্ছে নতুন দুই মদের দোকান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৫ নভেম্বর, ২০২৫, ১৩:০৯
20Shares
সৌদি আরবে চালু হচ্ছে নতুন দুই মদের দোকান
ছবি: সংগৃহীত

সৌদি আরব অমুসলিমদের জন্য আরও দুইটি অ্যালকোহল স্টোর চালুর পরিকল্পনা করেছে। দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর ধাহরান কম্পাউন্ডে কর্মরত অমুসলিম বিদেশিদের জন্য একটি নতুন দোকান এবং জেদ্দায় কূটনীতিকদের জন্য আরেকটি দোকান খোলার প্রস্তাব রয়েছে।

বিজ্ঞাপন

বিষয়টি কয়েকটি সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে।

এই পদক্ষেপ সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বাধীন সংস্কার–প্যাকেজের অংশ, যার লক্ষ্য ধীরে ধীরে কঠোর সামাজিক বিধিনিষেধ শিথিল করা এবং দেশটিকে আন্তর্জাতিক বিনিয়োগ ও পর্যটনের জন্য আরও উন্মুক্ত করা।

বিজ্ঞাপন

গত বছর রিয়াদে অমুসলিম কূটনীতিকদের জন্য প্রথম মদের দোকান চালু করা হয়েছিল। এটি ৭৩ বছরের নিষেধাজ্ঞার পরে সৌদি আরবে এমন প্রথম উদ্যোগ হিসেবে দেখা গেছে। দোকানটি কূটনৈতিক মহলে ‘বুজ বাঙ্কার’ নামে পরিচিত। বর্তমানে সেখানে অমুসলিম প্রিমিয়াম রেসিডেন্সি–ধারীরাও গ্রাহক হিসেবে যুক্ত হয়েছেন।

নতুন পরিকল্পনা অনুযায়ী, ধাহরানের দোকানটি শুধুমাত্র আরামকোতে কর্মরত অমুসলিম বিদেশিদের জন্য উন্মুক্ত থাকবে। অন্যদিকে, জেদ্দায় কনস্যুলেট ও দূতাবাসের কূটনীতিকরা দোকানটির সুবিধা ভোগ করতে পারবেন। যদিও দুটি দোকানই ২০২৬ সালে খোলার কথা থাকলেও এখনো আনুষ্ঠানিক সময় নির্ধারণ হয়নি। সৌদি সরকারের গণমাধ্যম শাখা এবং আরামকো উভয়ই এ বিষয়ে মন্তব্য করেননি।

সৌদি আরবে অ্যালকোহল এখনও অধিকাংশ নাগরিকের জন্য নিষিদ্ধ। তবে বিন সালমানের সামাজিক সংস্কার কার্যক্রমের মাধ্যমে সিনেমা, কনসার্ট, মরুভূমিতে ডান্স ফেস্টিভ্যাল এবং নারীদের গাড়ি চালানোর অনুমতি সহ বিভিন্ন সামাজিক বিধিনিষেধ শিথিল করা হয়েছে। বিশেষ করে অর্থনীতি ও পর্যটনকে আরও বহুমুখী করার জন্য এই ধরনের ধীর পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

বিজ্ঞাপন

রেড সি গ্লোবাল প্রকল্পের অধীনে আগামী মে মাসের মধ্যে ১৭টি নতুন হোটেল খোলার পরিকল্পনা রয়েছে। তবে এই বিলাসবহুল রিসর্টগুলোতে অ্যালকোহল সরবরাহ করা হবে না।

পর্যটনমন্ত্রী আহমেদ আল-খাতিব বলেন, বিদেশি পর্যটকদের জন্য অ্যালকোহল সরবরাহের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমরা জানি অনেক আন্তর্জাতিক ভ্রমণকারী অ্যালকোহল চাইছে, তবে এখনো কোনো পরিবর্তন হয়নি। ভবিষ্যতে কী হবে তা সময়ই বলে দেবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD