Logo

মধ্যরাতে আফগানিস্তানে ভয়াবহ বিমান হামলা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৫ নভেম্বর, ২০২৫, ০৯:৫৯
25Shares
মধ্যরাতে আফগানিস্তানে ভয়াবহ বিমান হামলা
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের দক্ষিণ–পূর্বাঞ্চলে গভীর রাতে পাকিস্তান বিমান হামলা চালিয়েছে—এমন অভিযোগ তুলেছে তালেবান সরকার। এই হামলায় একটি পরিবার প্রায় পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে দাবি করছে তারা। হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৯ জনই শিশু এবং অন্যজন নারী।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ নভেম্বর) তালেবান সরকারের বরাত দিয়ে বিষয়টি প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানান, খোস্ত প্রদেশের গোরবুজ জেলার একটি বাড়িতে রাতের অন্ধকারে এই বোমা বর্ষণ করে পাকিস্তানি বাহিনী। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া পোস্টে তিনি দাবি করেন, স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খান কাজি মিরের ছেলে তার বাড়িটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।

বিজ্ঞাপন

মুজাহিদ আরও বলেন, হামলায় পাঁচ ছেলে ও চার মেয়ে শিশুসহ মোট ৯ জন শিশু এবং এক নারী নিহত হয়েছেন।

তিনি অভিযোগ করেন, শুধু খোস্তেই নয় উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার এবং পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশেও একাধিক বিমান হামলা হয়েছে। এসব হামলায় আরও অন্তত চারজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

বিজ্ঞাপন

এ ঘটনার বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য দেওয়া হয়নি। তবে ধারনা করা হচ্ছে, সাম্প্রতিক উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD