Logo

বিয়েতে বেলুন বিস্ফোরণ, ভয়াবহ অবস্থা বর-কনের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৬ নভেম্বর, ২০২৫, ২১:০৫
21Shares
বিয়েতে বেলুন বিস্ফোরণ, ভয়াবহ অবস্থা বর-কনের
ছবি: সংগৃহীত

বিয়ের অনুষ্ঠানে জাঁকজমক পোশাকে হাজির হয়েছিলেন বর কনে। সঙ্গে ছিল অসংখ্য অতিথিদের আনাগোনা। তবে বিয়ের অনুষ্ঠানকে আরও বেশি জমকালো করতে আগত অতিথিরা হাতে নিয়েছিলেন গ্যাসভর্তি বেলুন।

বিজ্ঞাপন

আর সেই বেলুনের পাশেই একদল ব্যক্তি কালার গান দিয়ে আকাশের দিকে রংয়ের আতশ ছড়াচ্ছিল। এরপরই ভয়াবহ এক দুর্ঘটনা ঘটে।

মুহূর্তেই গ্যাসভর্তি বেলুনগুলো বিস্ফোরিত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই তা মূহুর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। আর এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের নয়াদিল্লিতে।

বিজ্ঞাপন

ভিডিওতে দেখা যায়, গ্যাসভর্তি বেলুনগুলো বিস্ফোরিত হওয়ার পরই অতিথিরা ছোটাছুটি শুরু করেন। আর এ ঘটনায় কনের মুখ ও পিঠ এবং বরের আঙুল, পিঠ পুড়ে যায়। ফলে বিয়ের অনুষ্ঠানটি মুহূর্তেই তিক্ত বিষাদে পরিণত হয়।

ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়তেই ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছে নেটিজেনরা। একজনে লিখেছেন, ‘ট্রেন্ডে গা ভাসানোর আগে নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া উচিত। আরেকজন লিখেছেন- গ্যাসভর্তি বেলুনের পাশে কালার গান ছোড়া মোটেও উচিত হয়নি।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD