Logo

“রাফার সুড়ঙ্গে আটকা হামাস যোদ্ধাদের নিরাপদ প্রস্থান চাই”

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৭ নভেম্বর, ২০২৫, ১৫:৫৬
8Shares
“রাফার সুড়ঙ্গে আটকা হামাস যোদ্ধাদের নিরাপদ প্রস্থান চাই”
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস মধ্যস্থতাকারী দেশগুলোকে আহ্বান জানিয়েছে, যাতে গাজার রাফার সুড়ঙ্গে আটকে থাকা তাদের যোদ্ধাদের নিরাপদে বের হওয়ার ব্যবস্থা করা হয়।

বিজ্ঞাপন

গত মাসে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হলেও রাফার সুড়ঙ্গে প্রায় ১০০–২০০ জন যোদ্ধা আটকা পড়েছেন। এর মধ্যে কিছু যোদ্ধা বের হওয়ার চেষ্টা করলে অন্তত ২০ জনকে ইসরায়েলি বিমান হামলায় হত্যা করা হয়েছে। হামাস এবার প্রথমবারের মতো এই তথ্য স্বীকার করেছে।

হামাসের বিবৃতিতে বলা হয়েছে, “আমাদের যোদ্ধাদের নিরাপত্তার জন্য আমরা ইসরায়েলকে দায়ী করছি। আমাদের সন্তানরা যেন বাড়িতে ফিরতে পারে, সে ব্যবস্থা করতে মধ্যস্থতাকারী দেশগুলোর কাছে আমরা আহ্বান জানাচ্ছি।”

বিজ্ঞাপন

যুদ্ধবিরতির পরও রাফার প্রায় পুরো এলাকা ইসরায়েলি নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে তৈরি কথিত ‘হলুদ সীমারেখা’ পার হলেই ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি বা বিমান হামলার ঝুঁকি থাকে।

মধ্যস্থতাকারীরা হামাসের যোদ্ধাদের নিরাপদ প্রস্থান নিশ্চিত করার চেষ্টা করেছেন, তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এটি প্রত্যাখ্যান করেছেন। হামাস স্পষ্ট করেছে, তারা কখনো ইসরায়েলিদের কাছে আত্মসমর্পণ করবে না।

বিজ্ঞাপন

সূত্র: দ্য নিউ আরব

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD