ইমরান খানের সঙ্গে দেখা করে এসে যা জানালেন তার বোন

তিন সপ্তাহেরও বেশি সময় পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করেছেন তার বোন উজমা খানুম। দীর্ঘদিন পরিবারের কেউ তার সঙ্গে দেখা করতে পারেনি, যা দেশজুড়ে উদ্বেগ ও উত্তেজনা ছড়িয়েছে। ইমরান খানের মৃত্যুর গুঞ্জনও এই সময় তীব্র হয়ে ওঠে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে প্রবেশ করেন উজমা। জেলের বাইরে কয়েকশ তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) কর্মী জড়ো হয়ে ইমরানের স্বাস্থ্য ও অবস্থার বিষয়ে স্বচ্ছতা দাবি করেন।
জেল থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের জানিয়েছেন, তিনি (ইমরান খান) অত্যন্ত রেগে বলেছিলেন যে তাকে মানসিক নির্যাতন করা হচ্ছে।” তবে তিনি উল্লেখ করেছেন, ইমরান পুরোপুরি সুস্থ আছেন। সাক্ষাৎভিত্তিক অর্ধঘণ্টার মধ্যে তার সঙ্গে দেখা হয়েছে।
বিজ্ঞাপন
উজমা বলেন, জেলের একটি কক্ষে তাকে সারাদিন রাখা হয়েছে। বাইরে বের হতে খুব অল্প সময় দেওয়া হয় এবং কারও সঙ্গে কোনো যোগাযোগ করতে দেওয়া হয়নি।
ইমরানের দীর্ঘমেয়াদি কারাবন্দি হওয়ার বিষয়টি দেশজুড়ে রাজনৈতিক উত্তেজনা তৈরি করেছে। আজ আদিয়ালা জেল ও ইসলামাবাদ হাইকোর্টের বাইরে পিটিআই কর্মীরা বিক্ষোভে অংশগ্রহণ করেন।
খাইবার পাখতুনখোয়া (কেপিকে) মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি জানিয়েছেন, অক্টোবর ২৭ থেকে কেউ ইমরান বা তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে দেখা করতে পারেননি।
বিজ্ঞাপন
পাকিস্তানের ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ধারা ১৪৪ কার্যকর করা হয়েছে।
মন্ত্রী তালাল চৌধুরী জানিয়েছেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও সরকার ও পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি (পিটিএ) সাইবার নিরাপত্তা ও ভিপিএন ব্যবহারের নিয়ন্ত্রণে কাজ করছে।
বিজ্ঞাপন
এদিকে ইমরানকে আদিয়ালা জেল থেকে ইসলামাবাদে স্থানান্তর করার গুঞ্জনও চলছে। মন্ত্রী তালাল চৌধুরী জানিয়েছেন, ইসলামাবাদে নতুন জেলের নির্মাণ শেষ পর্যায়ে রয়েছে, তবে স্থানান্তর নিশ্চিত নয়।
৭২ বছর বয়সি ইমরান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। ২০২২ সালে ক্ষমতা হারানোর পর একাধিক মামলায় দোষী সাব্যস্ত হয়ে দীর্ঘ কারাদণ্ড ভোগ করছেন। ইমরান ও তার দল পিটিআই দাবি করছে, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তার নির্বাচনি কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে করা হয়েছে।
উজমা খানুমের সাক্ষাৎ নিশ্চিত করেছে, বর্তমান পরিস্থিতিতে ইমরান খান শারীরিকভাবে সুস্থ হলেও মানসিকভাবে তিনি চাপে রয়েছেন, যা পাকিস্তানের রাজনৈতিক প্রেক্ষাপটকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে।








