রাতের কম্পনের পর আবারও কেঁপে উঠল বঙ্গোপসাগর

ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে একটি মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। একই সময়ে বঙ্গোপসাগরেও ভূমিকম্পের খবর পাওয়া গেছে।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রভিত্তিক ইউএসজিএস জানিয়েছে, রাত ১২টা ৫৫ মিনিটে আঘাত হানা ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মিনজিন এলাকা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৯।
আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে প্রায় ৪৩১ কিলোমিটার দূরে ছিল। বাংলাদেশের বিভিন্ন এলাকায়ও এর কম্পন অনুভূত হয়েছে।
বিজ্ঞাপন
এছাড়া, ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, বাংলাদেশ সময় মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৭টা ৫৬ মিনিটে বঙ্গোপসাগরে আরও একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর মাত্রা ৪.২ এবং কেন্দ্রস্থল ২০.৫৬ উত্তর অক্ষাংশ, ৯২.৩১ পূর্ব দ্রাঘিমাংশে, যেখানে গভীরতা ৩৫ কিলোমিটার। এখন পর্যন্ত এই ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে, ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে নরসিংদীর মাধবদীতে ৫.৭ মাত্রার ভূমিকম্পে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে উঠেছিল। সেই ভূমিকম্পে বেশ কয়েকটি ভবনে ফাটল ধরা পড়ে এবং ১০ জনের প্রাণহানি ঘটেছিল। এছাড়াও, ২২, ২৩ ও ২৬ নভেম্বরেও দেশে মৃদু ভূকম্পন অনুভূত হয়।
বিজ্ঞাপন
বিশেষজ্ঞরা বলছেন, দেশের ভূ-ভৌগলিক অবস্থানের কারণে এই ধরনের কম্পন সময়ে সময়ে স্বাভাবিক হলেও জনগণকে সতর্ক থাকা উচিৎ।








