মোদির ‘চা বিক্রি’ নিয়ে এআই ভিডিও, ভারতীয় রাজনীতিতে তুমুল বিতর্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চা বিক্রি করতে দেখা যাচ্ছে, এমন একটি এআই-নির্ভর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে ব্যাপক চর্চার জন্ম দিয়েছে। কংগ্রেস নেত্রী রাঘিনি নায়ক ভিডিওটি প্রকাশ করার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া।
বিজ্ঞাপন
বুধবার (৩ ডিসেম্বর) এনডিটিভির খবরে বলা হয়, সংসদের শীতকালীন অধিবেশন চলাকালে এই ভিডিও আরও রাজনৈতিক উত্তাপ তৈরি করতে পারে।
এআই-জেনারেটেড ওই ভিডিওতে দেখা গেছে, মোদির এক হাতে চায়ের কেটলি, অন্য হাতে তিনটি গ্লাস। দৃশ্যে বোঝানো হয়— কোনো আন্তর্জাতিক সম্মেলনের মাঝে তিনি উপস্থিতদের উদ্দেশে চা বিক্রি করছেন এবং ‘এই চা’ বলে ডাক দিচ্ছেন।
বিজ্ঞাপন
মোদির ব্যক্তিগত জীবনে চা বিক্রির প্রসঙ্গ নতুন নয়। গুজরাটের ভাদনগর রেলস্টেশনে তার বাবা চা বিক্রি করতেন এবং মোদি শৈশবে বাবাকে দোকানে সহায়তা করতেন— এমন তথ্য তিনি নিজেই বিভিন্ন সময়ে জানিয়েছেন। এই অতীত ঘটনাকেই বিরোধীরা প্রায়ই বিদ্রুপের অস্ত্র হিসেবে ব্যবহার করে থাকে।
রাঘিনি নায়কের পোস্টের পর বিজেপি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। দলটির মুখপাত্র শেহজাদ পুনওয়ালা কংগ্রেসকে ‘নোংরা রাজনীতি’র অভিযোগ তুলে বলেন, প্রধানমন্ত্রীকে তার দরিদ্র অতীত ও ‘চা ওয়ালা’ পরিচয়ের জন্য অপমান করার প্রবণতা কংগ্রেসের দীর্ঘদিনের।
বিজ্ঞাপন
তিনি আরও অভিযোগ করেন, ‘কংগ্রেস অতীতেও প্রধানমন্ত্রীকে প্রায় ১৫০ বার অপমান করেছে। এমনকি গুজরাটে তার মাকেও কটূক্তির শিকার হতে হয়েছে। জনগণ এসব কখনো ভুলবে না।’
সূত্র: এনডিটিভি








