Logo

জাপানে সুনামির আশঙ্কায় বাসিন্দাদের উপকূল ছাড়ার নির্দেশ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৮ ডিসেম্বর, ২০২৫, ২২:১৯
10Shares
জাপানে সুনামির আশঙ্কায় বাসিন্দাদের উপকূল ছাড়ার নির্দেশ
ছবি: সংগৃহীত

জাপানের আওমোরি প্রিফেকচারের পূর্ব উপকূলের কাছে হোক্কাইডো শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

বিজ্ঞাপন

সোমবার (০৮ ডিসেম্বর) রাত ১১টা ১৫ মিনিটে আঘাত হানা ৭ দমমিক ৬ মাত্রার এই ভূমিকম্পের দেশটিতে সুনামির উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ইতোমধ্যে উপকূল লাগোয়া কিছু এলাকায় সুনামি আছড়ে পড়তে শুরু করেছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।

দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ) বলেছে, রাতে আঘাত হানা ওই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে ৫০ কিলোমিটার ভূগর্ভে। জাপানের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম এনইচকে বলেছে, হোক্কাইডোর পুরো অঞ্চলে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। জাপানের স্থানীয় ভূমিকম্প সূচকে আওমোরি প্রিফেকচারের হাচিনোহে শহরে ৬ মাত্রার বেশি ভূমিকম্পের তথ্য রেকর্ড করা হয়েছে।

হাচিনোহে শহরের একটি হোটেলের একজন কর্মী বলেছেন, ‌‌‘‘ভূমিকম্পে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে সবাই সচেতন অবস্থায় রয়েছেন।’’

বিজ্ঞাপন

উত্তর জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে, বিশেষ করে ইওয়াতে প্রিফেকচারসহ হোক্কাইডো ও আওমোরির বিভিন্ন অংশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। কর্তৃপক্ষ বলেছে, এসব অঞ্চলে তিন মিটার পর্যন্ত উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে। মিয়াগি ও ফুকুশিমা প্রিফেকচারের কিছু অংশেও সুনামি সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন।

ওই সব এলাকার বাসিন্দাদের উপকূল ও নদীর মোহনা থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। জেএমএ বলেছে, ভূমিকম্পের পর দেশটির উপকূলীয় এলাকায় ৪০ সেন্টিমিটার উচ্চতার সুনামি আঘাত হেনেছে।

বিজ্ঞাপন

বাসিন্দাদের উপকূল ছাড়ার নির্দেশ

সুনামি সতর্কতা জারির পর হোক্কাইডো ও তোহোকু অঞ্চলের কিছু পৌরসভা উপকূলীয় এলাকার বাসিন্দাদের তাৎক্ষণিকভাবে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

এদিকে, জাপান রেলওয়ে বিভাগ বলছে, ভূমিকম্পের কারণে ফুকুশিমা স্টেশন ও শিন-আওমোরি স্টেশনের মাঝে চলাচলকারী তোহোকু শিনকানসেন বুলেট ট্রেনের চলাচল স্থগিত করা হয়েছে। ট্রেন চলাচল কখন স্বাভাবিক হবে তা এখনও জানা যায়নি।

বিজ্ঞাপন

হোক্কাইডোর ব্যস্ততম নিউ চিতোসে বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, রাত ১১টা ৪০ মিনিট পর্যন্ত দুটি রানওয়েতে অস্বাভাবিক পরিস্থিতি আছে কি না তা পরীক্ষা করে দেখছেন কর্মীরা।

সোমবার রাত ১১টা ১৬ মিনিটে জাপানের প্রধানমন্ত্রী কার্যালয়ের সংকট ব্যবস্থাপনা কেন্দ্র সরকারি একটি টাস্কফোর্স গঠন করেছে।

বিজ্ঞাপন

দেশটির কেন্দ্রীয় বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

জাপান আবহাওয়া সংস্থা শিগগিরই ভূমিকম্প নিয়ে সংবাদ সম্মেলন করবে বলে জানিয়েছে। সেখানে ভূমিকম্পকবলিত এলাকায় কী ধরনের সতর্কতা নেওয়া উচিত, সেই সম্পর্কে বাসিন্দাদের জানিয়ে দেওয়া হবে। সূত্র: এনএইচকে।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD