Logo

জরুরি অবতরণকালে বিমান বিধ্বস্ত, ৩ জন ছাড়া সব আরোহী নিহত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৬ ডিসেম্বর, ২০২৫, ১৪:২০
53Shares
জরুরি অবতরণকালে বিমান বিধ্বস্ত, ৩ জন ছাড়া সব আরোহী নিহত
ছবি: সংগৃহীত

মেক্সিকোর কেন্দ্রীয় এলাকায় জরুরি অবতরণের চেষ্টা করার সময় একটি প্রাইভেট জেট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আকাপুলকো থেকে উড্ডয়ন করা ওই বিমানে ছিলেন আটজন যাত্রী এবং দুইজন ক্রু সদস্য। বিমানটি কাছের ফুটবল মাঠে অবতরণের চেষ্টা করছিল, কিন্তু একটি ব্যবসায়িক স্থাপনার ধাতব ছাদে আঘাত করলে বড় অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।

মেক্সিকো স্টেট সিভিল প্রোটেকশন সমন্বয়ক অ্যাড্রিয়ান হার্নান্দেজ জানান, দুর্ঘটনাটি সান মাতেও এটেনকো এলাকায় ঘটেছে। এটি টোলুকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে এবং রাজধানী মেক্সিকো সিটির পশ্চিমে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত একটি শিল্পাঞ্চল।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, দুর্ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে এবং নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনার পর সৃষ্ট আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আশপাশের ভবন থেকে প্রায় ১৩০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও জরুরি সেবা সংস্থার একাধিক ইউনিট ঘটনাস্থলে কাজ করে।

বিজ্ঞাপন

দুর্ঘটনার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান বিধ্বস্ত হওয়ার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD