Logo

কম্বোডিয়ার পোইপেটে ক্যাসিনো হাবে থাইল্যান্ডের বোমা হামলা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ ডিসেম্বর, ২০২৫, ১৮:২৯
2Shares
কম্বোডিয়ার পোইপেটে ক্যাসিনো হাবে থাইল্যান্ডের বোমা হামলা
ছবি: সংগৃহীত

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহর পোইপেটের ক্যাসিনো হাব লক্ষ্য করে বোমাবর্ষণ করেছে থাইল্যান্ড।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে এ হামলার ঘটনা ঘটে। পোইপেট শহরটি থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যকার একটি গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং পয়েন্ট হিসেবেও পরিচিত।

কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় সকাল প্রায় ১১টার দিকে থাই বাহিনী পোইপেট এলাকায় দুটি বোমা নিক্ষেপ করে। হামলার লক্ষ্যবস্তু ছিল ক্যাসিনো কেন্দ্রিক এলাকা, যেখানে সাধারণত থাইল্যান্ডের জুয়াড়িদের আনাগোনা বেশি থাকে।

বিজ্ঞাপন

এই সর্বশেষ হামলার বিষয়ে এখন পর্যন্ত থাইল্যান্ডের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি, জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

গত কয়েকদিন ধরেই থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলা চলছে। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলেও সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

থাইল্যান্ড ও কম্বোডিয়ার চলমান সংঘাতের জেরে দুই দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ৫ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। দেশ দুটির সরকারি কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি।

বিজ্ঞাপন

থাইল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সুরাসান্ত কংসিরি রাজধানী ব্যাংককে এক সংবাদ সম্মেলনে জানান, কম্বোডিয়া সীমান্তসংলগ্ন গ্রাম ও শহর থেকে ৪ লাখের বেশি মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে গেছেন। সেনা ও পুলিশ বাহিনী তাদের সরিয়ে নিতে সহায়তা করছে। নাগরিকদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”

অন্যদিকে, একই দিন কম্বোডিয়ার রাজধানী নমপেন-এ সংবাদ সম্মেলনে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যালি সোচিয়েতা জানান,

বিজ্ঞাপন

“দেশের পাঁচটি প্রদেশ থেকে ১ লাখ ১ হাজার ২২৯ জন নাগরিককে নিরাপদ সরকারি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।”

দুই প্রতিবেশী দেশের এই সংঘাত দক্ষিণ-পূর্ব এশিয়ায় নতুন করে মানবিক সংকটের আশঙ্কা তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: এএফপি

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD