Logo

ট্রাম্পের মন্তব্যের পর এফবিআই উপপ্রধানের পদত্যাগের ঘোষণা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৭
3Shares
ট্রাম্পের মন্তব্যের পর এফবিআই উপপ্রধানের পদত্যাগের ঘোষণা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) উপপ্রধান পরিচালক ড্যান বঙ্গিনো।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ড্যান বঙ্গিনো জানান, তিনি আগামী ২০২৬ সালের জানুয়ারিতে এফবিআইয়ের উপপ্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়াবেন।

এর আগে বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ড্যান দুর্দান্ত কাজ করেছেন। তবে আমার মনে হয়, তিনি আবার তার পডকাস্ট শোতে ফিরে যেতে চান।

বিজ্ঞাপন

এই মন্তব্যের কয়েক ঘণ্টা পর দেওয়া পোস্টে বঙ্গিনো বলেন, আগামী জানুয়ারি মাসে আমি এফবিআইয়ে আমার দায়িত্ব থেকে সরে দাঁড়াব। আমাকে এই সংস্থার উপপ্রধানের দায়িত্ব দেওয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প, অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এবং এফবিআই পরিচালক কাশ প্যাটেলকে ধন্যবাদ জানাই। দেশবাসীর সেবার সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। ঈশ্বর যুক্তরাষ্ট্র ও মার্কিন জনগণকে মঙ্গল করুন।

ড্যান বঙ্গিনো একসময় নিউইয়র্ক সিটি পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মকর্তা ছিলেন। পরে তিনি রাজনৈতিক বিশ্লেষণধর্মী একটি পডকাস্ট শো পরিচালনা করেন, যেখানে বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্যের কারণে সমালোচনার মুখে পড়েন।

রিপাবলিকান পার্টির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বঙ্গিনোকে চলতি বছরের শুরুতে এফবিআইয়ের উপপ্রধান হিসেবে নিয়োগ দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে এই নিয়োগের বিরোধিতা করেছিল এফবিআই কর্মকর্তাদের সংগঠন এফবিআই এজেন্টস অ্যাসোসিয়েশন, যার সদস্য সংখ্যা প্রায় ১৪ হাজার।

বিজ্ঞাপন

এফবিআইয়ের বর্তমান পরিচালক কাশ প্যাটেলও বঙ্গিনোকে উপপ্রধান হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়ে শুরুতে অনাগ্রহী ছিলেন বলে জানা যায়। তবে প্রেসিডেন্টের নির্দেশের কারণে সেই সিদ্ধান্ত কার্যকর হয়।

নিয়োগের পর কাশ প্যাটেল ও যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডির সঙ্গে বঙ্গিনোর একাধিক মতবিরোধ তৈরি হয়। এ ছাড়া কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের গোপন নথি সংক্রান্ত বিষয় সামাল দিতে ব্যর্থ হওয়াকেও তার বড় দুর্বলতা হিসেবে দেখা হয়। এসব কারণে তার পদত্যাগ প্রায় অনিবার্য হয়ে উঠেছিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

এফবিআই সূত্র জানায়, বুধবারই সংস্থার সদর দপ্তরে বঙ্গিনোর ডেস্ক থেকে গুরুত্বপূর্ণ নথিপত্র সরিয়ে নেওয়া হয়েছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD