Logo

তাইওয়ানে ৫.১ মাত্রার ভূমিকম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ ডিসেম্বর, ২০২৫, ২০:০৪
2Shares
তাইওয়ানে ৫.১ মাত্রার ভূমিকম্প
ছবি: সংগৃহীত

তাইওয়ানের পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন শহরে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শহরটি থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে সাগরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে বলে জানিয়েছে দ্বীপটির আবহাওয়া বিষয়ক প্রশাসন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, পূর্ব উপকূলে আঘাত হানা এই মাঝারি মাত্রার ভূমিকম্পে রাজধানী তাইপের বিভিন্ন ভবন কিছু সময়ের জন্য কেঁপে ওঠে।

স্থানীয় আবহাওয়া প্রশাসনের তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩১ দশমিক ৬ কিলোমিটার গভীরে। কেন্দ্রস্থল ছিল হুয়ালিয়েন শহরের উপকূলবর্তী সাগর এলাকায়।

বিজ্ঞাপন

ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, তাইওয়ান দুটি সক্রিয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়।

বিজ্ঞাপন

এর আগে ২০১৬ সালে দক্ষিণ তাইওয়ানে ভয়াবহ ভূমিকম্পে শতাধিক মানুষ প্রাণ হারান। আর ১৯৯৯ সালে সংঘটিত ৭.৩ মাত্রার ভূমিকম্পে দেশটিতে দুই হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

সূত্র: রয়টার্স

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD