মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, অল্পে রক্ষা পেল বিমান

জেদ্দা থেকে কেরালার কোঝিকোড়গামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি যাত্রীবিমানে মাঝ আকাশে গুরুতর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পাইলটের তাৎক্ষণিক ও বিচক্ষণ সিদ্ধান্তে বিমানটি জরুরি অবতরণ করায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান ১৬০ জন যাত্রী।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) টাইমস অব ইন্ডিয়া–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, উড্ডয়নের কিছুক্ষণ পরই পাইলট বিমানের ল্যান্ডিং গিয়ারে ত্রুটি অনুভব করেন। গন্তব্য কোঝিকোড় দূরে হওয়ায় ঝুঁকি না নিয়ে তিনি নিকটবর্তী কোচি আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের অনুমতি চান।
সকাল ৯টা ৭ মিনিটে বিমানটি নিরাপদে রানওয়েতে অবতরণ করে। পরে দেখা যায়, বিমানের ডান পাশের উভয় টায়ার ফেটে গিয়েছিল, যা বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করতে পারত।
বিজ্ঞাপন
কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড এক বিবৃতিতে জানায়, জরুরি অবতরণের আগেই বিমানবন্দরের সব নিরাপত্তা ও উদ্ধার ব্যবস্থা সক্রিয় করা হয়েছিল। এ ঘটনায় কোনো যাত্রী বা ক্রু সদস্য আহত হননি।
বিমানটির ১৬০ জন যাত্রী সবাই বর্তমানে নিরাপদ আছেন। যাদের জরুরি ভিত্তিতে কোঝিকোড়ে পৌঁছানো প্রয়োজন ছিল, তাদের বিকল্প বিমানে পাঠানো হয়েছে। অন্য যাত্রীদের জন্য বিমানবন্দরে থাকা ও খাবারের ব্যবস্থা করা হয়েছে।
বিজ্ঞাপন
এ ঘটনার পর ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) তদন্ত শুরু করেছে। যান্ত্রিক ত্রুটির প্রকৃত কারণ খতিয়ে দেখার পাশাপাশি বিমানগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণে আরও কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
পাইলটের দ্রুত সিদ্ধান্ত ও দক্ষতায় বড় ধরনের আকাশ দুর্ঘটনা এড়ানো সম্ভব হওয়ায় সংশ্লিষ্ট মহলে স্বস্তি প্রকাশ করা হয়েছে।








