মাদুরোকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের: তেড়িবেড়ি করলে এটাই শেষ সুযোগ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে আবারও কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিজ্ঞাপন
তিনি বলেছেন, স্বেচ্ছায় ক্ষমতা ছাড়লে তা মাদুরোর জন্য ‘বুদ্ধিমানের কাজ’ হবে। তবে ক্ষমতা আঁকড়ে ধরে প্রতিরোধের চেষ্টা করলে সেটি হবে তার জন্য শেষ সুযোগ।
সোমবার (২২ ডিসেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, সবকিছু নির্ভর করছে মাদুরো কী সিদ্ধান্ত নেন তার ওপর। আমি মনে করি, ক্ষমতা ছেড়ে দেওয়াই তার জন্য সবচেয়ে ভালো পথ। তবে দেখা যাক কী হয়।
বিজ্ঞাপন
মাদুরো যদি ক্ষমতা না ছেড়ে প্রতিরোধ গড়ে তোলেন, সে ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেন, তিনি যদি তেড়িবেড়ি করতে চান, তাহলে এবারই শেষবারের মতো সেই সুযোগ পাবেন।
গত কয়েক মাসে ভেনেজুয়েলাকে ঘিরে ক্যারিবিয়ান অঞ্চলে যুদ্ধজাহাজ মোতায়েনসহ হাজার হাজার মার্কিন সেনা অবস্থান নিয়েছে। এরই মধ্যে গত দুই সপ্তাহে ভেনেজুয়েলার দুটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্র।
ট্যাংকার জব্দ ও সামরিক শক্তি জড়ো করার পেছনে মাদুরোকে জোরপূর্বক ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা রয়েছে কি না—এমন প্রশ্নে ট্রাম্প সরাসরি কোনো উত্তর না দিলেও বিষয়টি যে মাদুরোর সিদ্ধান্তের ওপর নির্ভর করছে, তা স্পষ্ট করে দেন।
বিজ্ঞাপন
এ সময় কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোরও তীব্র সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, গুস্তাভো যুক্তরাষ্ট্রের বন্ধু নন। তিনি একজন খুব খারাপ লোক। তাকে সতর্ক থাকতে হবে, কারণ তার দেশ থেকেই কোকেইন তৈরি হয়ে যুক্তরাষ্ট্রে আসে।
উল্লেখ্য, মাদক চোরাচালান দমনের অজুহাতে প্রথমে ক্যারিবিয়ান অঞ্চলে মার্কিন যুদ্ধজাহাজ পাঠানো শুরু হয়। পরে সেই অভিযানের আওতায় বিমান হামলা চালানো হলে এখন পর্যন্ত শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, নিহতরা মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন।







