Logo

এবার কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ ডিসেম্বর, ২০২৫, ১৬:৫১
7Shares
এবার কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

দিল্লির পর এবার ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ময়মনসিংহে দীপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন ঘেরাও কর্মসূচির ডাক দিলে রাজপথে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়।

বিজ্ঞাপন

বিক্ষোভকারীরা মিছিল নিয়ে ডেপুটি হাইকমিশনের দিকে অগ্রসর হলে পুলিশের সঙ্গে একাধিক দফায় ধাক্কাধাক্কি ও সংঘর্ষ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শেষ পর্যন্ত লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, সকাল ১১টার দিকে মিছিল শুরু হলে পুলিশ তিন স্তরের ব্যারিকেড দিয়ে পথ অবরোধ করে। তবে উত্তেজিত জনতা প্রথম ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যায়। দ্বিতীয় ব্যারিকেড অতিক্রমের চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি সামাল দেয়। বর্তমানে আন্দোলনকারীদের দূতাবাস এলাকা থেকে প্রায় ১০০ মিটার দূরে আটকে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

এই ঘটনার পর কলকাতার বঙ্গবন্ধু সরণি ও আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। নিরাপত্তা জোরদারে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ সদস্য, র‍্যাফ এবং জলকামান।

বিক্ষোভকারীরা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে দীর্ঘ সময় ধরে স্লোগান দেন। এর আগে শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে হামলার ঘটনার পর থেকেই পশ্চিমবঙ্গ প্রশাসন বাড়তি সতর্কতা জারি করে। বর্তমানে ডেপুটি হাইকমিশনের মূল ফটক ও আশপাশের এলাকায় নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয়েছে।

এদিকে, ঢাকায় মঙ্গলবার সকালে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রাঙ্গণ ও আবাসস্থলের বাইরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং ২২ ডিসেম্বর শিলিগুড়িতে ভিসা কেন্দ্রে উগ্রপন্থিদের হামলার ঘটনায় বাংলাদেশ সরকার গভীর উদ্বেগ প্রকাশ করছে।

বিবৃতিতে আরও বলা হয়, কূটনৈতিক মিশনের বিরুদ্ধে এ ধরনের পরিকল্পিত সহিংসতা ও ভীতি প্রদর্শন শুধু কর্মীদের নিরাপত্তাকেই ঝুঁকির মুখে ফেলে না, বরং দুই দেশের পারস্পরিক শ্রদ্ধা, শান্তি ও সহনশীলতার মূল্যবোধকেও ক্ষতিগ্রস্ত করে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD