ফিলিস্তিনের প্ল্যাকার্ড হাতে লন্ডনে গ্রেফতার গ্রেটা থুনবার্গ

গ্রেপ্তার হয়েছেন সুইডেনের বিশ্বখ্যাত জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ যুক্তরাজ্যের লন্ডনে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করার সময়।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) একটি বীমা প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভকালে তাকে গ্রেপ্তার করে ব্রিটিশ পুলিশ। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তারের সময় থুনবার্গের হাতে ফিলিস্তিনের সমর্থনে একটি প্ল্যাকার্ড ছিল।
যুক্তরাজ্যভিত্তিক প্রচার গোষ্ঠী ডিফেন্ড আওয়ার জুরিস জানিয়েছেন, গ্রেটাকে ব্রিটেনের বিতর্কিত সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে। তার হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, আমি প্যালেস্টাইন অ্যাকশন বন্দিদের সমর্থন করি। আমি গণহত্যার বিরোধিতা করি।
বিজ্ঞাপন
সিটি অব লন্ডন পুলিশের এক মুখপাত্র বলেছেন, ২২ বছর বয়সী এক নারীকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন প্যালেস্টাইন অ্যাকশন-এর পক্ষে সমর্থনসূচক প্ল্যাকার্ড প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসবাদ আইন ২০০০-এর ১৩ নম্বর ধারা অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। এর আগে ওই একই এলাকায় একটি ভবনে লাল রং নিক্ষেপের অভিযোগে আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়।
যে ভবনটির সামনে এই বিক্ষোভ চলছিল, সেটি একটি আন্তর্জাতিক বীমা প্রতিষ্ঠানের অফিস। বিক্ষোভকারীদের দাবি, ওই প্রতিষ্ঠানটি ইসরায়েলি প্রতিরক্ষা কোম্পানি এলবিট সিস্টেমস-এর ব্রিটিশ শাখাকে বিভিন্ন সেবা দিয়ে থাকে। এই কোম্পানিটি ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য ড্রোন ও অন্যান্য সরঞ্জাম তৈরি করে। গ্রেটা থুনবার্গের মতো বিশ্বখ্যাত ব্যক্তিত্বকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তারের পর যুক্তরাজ্যে মতপ্রকাশের স্বাধীনতা ও বিক্ষোভের অধিকার নিয়ে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে।








