Logo

‘বাংলাদেশের দিকে ভারতের নজর পড়লে পাকিস্তান চুপ থাকবে না’

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ ডিসেম্বর, ২০২৫, ১৮:৫৯
25Shares
‘বাংলাদেশের দিকে ভারতের নজর পড়লে পাকিস্তান চুপ থাকবে না’
ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দল মুসলিম লীগ–এনের (পিএমএল-এন) এক নেতা ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তার দাবি, বাংলাদেশে যদি ভারত কোনো ধরনের সামরিক বা আগ্রাসী পদক্ষেপ নেয়, তাহলে পাকিস্তান তা উপেক্ষা করবে না।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, পিএমএল-এন নেতা কামরান সাঈদ উসমানী একটি ভিডিও বার্তায় এ মন্তব্য করেন।

সেখানে তিনি বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত এলে পাকিস্তানের জনগণ, সেনাবাহিনী ও প্রতিরক্ষা শক্তি চুপ করে থাকবে না। আমাদের মিসাইল খুব দূরে নয়—এটা সবাইকে মনে রাখতে হবে।

বিজ্ঞাপন

উসমানী আরও অভিযোগ করেন, ভারত বাংলাদেশের ওপর ‘অখণ্ড ভারত’ ধারণা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যা পাকিস্তান মেনে নেবে না। তার ভাষ্য অনুযায়ী, সীমান্তে বিএসএফের তৎপরতা এবং বাংলাদেশকে হিন্দু রাষ্ট্রে রূপান্তরের প্রচেষ্টা নিয়ে উদ্বেগ রয়েছে।

এ বক্তব্যে তিনি আরও দাবি করেন, অতীতেও পাকিস্তান ভারতকে কঠিন পরিস্থিতিতে ফেলতে সক্ষম হয়েছে এবং প্রয়োজনে ভবিষ্যতেও তা করবে।

সবচেয়ে বিতর্কিত অংশ হিসেবে কামরান সাঈদ উসমানী বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক জোট গঠনের প্রস্তাব দেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, বাংলাদেশের উচিত পাকিস্তানের সঙ্গে সামরিক জোট গঠন করা। উভয় দেশে একে অপরের সামরিক ঘাঁটি স্থাপন করা যেতে পারে।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে এমন কোনো সামরিক জোট বাস্তবায়িত হলে দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। তবে উসমানীর এই বক্তব্য পাকিস্তান সরকারের আনুষ্ঠানিক অবস্থান কি না, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD