Logo

নাইজেরিয়ায় মসজিদের ভেতর বোমা বিস্ফোরণে, নিহত পাঁচজন, আহত একাধিক

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৫ ডিসেম্বর, ২০২৫, ১২:২৯
7Shares
নাইজেরিয়ায় মসজিদের ভেতর বোমা বিস্ফোরণে, নিহত পাঁচজন, আহত একাধিক
ছবি: সংগৃহীত

বোমা বিস্ফোরণে নাইজেরিয়ায় মাগরিবের নামাজের সময় মসজিদের ভেতর অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ।

বিজ্ঞাপন

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বোর্নো রাজ্যের মাইদুগুরি শহরে মসজিদের ভেতর বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী হামলাকারী।

পুলিশ জানিয়েছে, পাঁচজন নিহত হওয়ার পাশাপাশি ৩৫ জন আহত হয়েছেন।

বোর্নো রাজ্য পুলিশ কমান্ড এক বিবৃতিতে বলেছে, “আত্মঘাতী ভেস্ট এবং প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী ও প্রাথমিক তদন্ত নির্দেশ করছে, এটি একটি আত্মঘাতী বোমা হামলা ছিল। তবে সঠিক কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে।

বিজ্ঞাপন

পুলিশ পাঁচজনের মৃত্যুর তথ্য জানালেও ওই মসজিদের পরিচালক মালাম আবুনা ইউসুফ বার্তাসংস্থা এএফপিকে ৮ জন নিহত হওয়ার তথ্য দিয়েছিলেন। বাবাকুরা কোলো নামে এক সশস্ত্র নেতা বলেছিলেন, বোমা হামলায় ৭ জন নিহত হয়েছেন।

যেখানে বোমা হামলার ঘটনা ঘটেছে সেখানে সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের উপস্থিতি রয়েছে। যদিও এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। কিন্তু নাইজেরিয়ায় যেসব আত্মঘাতী হামলার ঘটনা ঘটে, সেগুলোর বেশিরভাগই বোকো হারাম করে থাকে। সূত্র: আলজাজিরা

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD