Logo

কম্বোডিয়ায় বিষ্ণু দেবের মূর্তি ভেঙে ফেলল থাই সেনারা, ভারতের নিন্দা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৫ ডিসেম্বর, ২০২৫, ১৩:৩৩
14Shares
কম্বোডিয়ায় বিষ্ণু দেবের মূর্তি ভেঙে ফেলল থাই সেনারা, ভারতের নিন্দা
ছবি: সংগৃহীত

কম্বোডিয়ার সীমান্ত এলাকার ভেতর হিন্দু দেবতা বিষ্ণুর মূর্তি ভেঙে ফেলেছেন থাইল্যান্ডের সেনাবাহিনী। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ ভারত।

বিজ্ঞাপন

কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে ডিসেম্বরের শুরু থেকে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এ সময় একেঅপরের বিরুদ্ধে ভারী অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, এ ঘটনা ‘অসম্মানজনক’, যা বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের বিশ্বাসকে আঘাত করে এবং ধরনের ঘটনা কোনোদিন হওয়া উচিত নয়।

বিজ্ঞাপন

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, কম্বোডিয়ার প্রেহ ভিহের প্রদেশের মুখপাত্র লিম চানপানহা বলেছেন, এই মূর্তিটি কম্বোডিয়ার ভেতরে অবস্থিত। তিনি জানিয়েছেন, এটি একটি বিষ্ণু মূর্তি। যা ২০১৪ সালে বানানো হয়েছিল। এটি থাইল্যান্ড থেকে ৩২৮ ফুট ভেতরে অবস্থিত।

জানা গেছে, সোমবার (২২ ডিসেম্বর) মূর্তিটি ভেঙে ফেলে থাইল্যান্ডের সেনারা। যেখানে মূর্তিটি অবস্থিত সেটি একটি হিন্দু অধ্যুষিত এলাকা।

এদিকে শান্তিচুক্তি নিয়ে আলোচনার মধ্যেই থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২৪ ডিসেম্বর) দেশ দুটি একে-অপরের ওপর হামলা চালায়।

বিজ্ঞাপন

থাইল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্ত প্রদেশ সিসাকেত এবং সুরিনে সংঘর্ষ হয়েছে। থাই মিডিয়াগুলো জানিয়েছে, কম্বোডিয়া প্রথমে বিএম-২১ রকেট দিয়ে হামলা চালিয়েছে। এর জবাব দিতে কামান, ট্যাংক ও ড্রোন দিয়ে পাল্টা হামলা চালিয়েছে থাই সেনারা।

এরমধ্যে সিসাকেত প্রদেশে এক থাই সেনা আহত হয়েছেন। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তারা কম্বোডিয়ার ১৯টি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।

বিজ্ঞাপন

গত ৭ ডিসেম্বর থেকে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। এতে এখন পর্যন্ত ৪০ জন নিহত হয়েছেন এবং কয়েক লাখ মানুষ বাড়িঘর থেকে পালিয়ে বাস্তুহারা হয়ে গেছেন। সূত্র: এএফপি।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD