বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে দেশজুড়ে শোকের আবহ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক ও শ্রদ্ধা জানাচ্ছেন।
খালেদা জিয়ার প্রয়াণের খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। বিশ্ব সংবাদমাধ্যমে তাকে বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রভাবশালী নেতা এবং প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে স্মরণ করা হয়েছে।
বিজ্ঞাপন
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। প্রতিবেদনে তার রাজনৈতিক জীবনের দীর্ঘ পথচলা ও দেশের রাজনীতিতে প্রভাবের বিষয়টি তুলে ধরা হয়।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপির নেত্রী খালেদা জিয়া মঙ্গলবার মারা গেছেন। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা এই নেতা ৮০ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা তাদের প্রতিবেদনে জানায়, দীর্ঘ অসুস্থতার পর ঢাকার একটি হাসপাতালে মঙ্গলবার ভোরে খালেদা জিয়ার মৃত্যু হয়। প্রতিবেদনে তাকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জানিয়েছে, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকদের বরাতে দলটি জানায়, তিনি লিভারের সিরোসিস, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ হৃদ্রোগ ও শ্বাসকষ্টজনিত নানা সমস্যায় আক্রান্ত ছিলেন।
উন্নত চিকিৎসার জন্য ২০২৫ সালের শুরুতে তিনি যুক্তরাজ্যের লন্ডনে যান এবং সেখানে প্রায় চার মাস চিকিৎসাধীন ছিলেন। পরে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তিনি দেশে ফিরে আসেন।
বিজ্ঞাপন
খালেদা জিয়া ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিন দফায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা এই নেত্রী কয়েক দশক ধরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে দেশের রাজনীতিতে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত ছিলেন। দীর্ঘ সময় ধরে এই দুই নেত্রীর নেতৃত্বেই বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার পালাবদল ঘটেছে—যা আন্তর্জাতিক গণমাধ্যমে প্রায়ই আলোচিত হয়েছে।








