Logo

হামাস প্রথমবার স্বীকার করল জ্যেষ্ঠ কমান্ডারদের মৃত্যুর তথ্য

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩০ ডিসেম্বর, ২০২৫, ১৩:৫৫
2Shares
হামাস প্রথমবার স্বীকার করল জ্যেষ্ঠ কমান্ডারদের মৃত্যুর তথ্য
ছবি: সংগৃহীত

গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক ও সামরিক গোষ্ঠী হামাস প্রথমবারের মতো স্বীকার করেছে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সঙ্গে চলমান সংঘর্ষে তাদের কয়েকজন উচ্চপদস্থ কমান্ডার নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (২৯ ডিসেম্বর) হামাস একটি ভিডিওবার্তা প্রকাশ করে এই তথ্য জানিয়েছে। ভিডিওতে এক ব্যক্তি বলেন, “আমরা গর্বের সঙ্গে ঘোষণা করছি আমাদের নেতা আবু উবেইদার শাহাদাত। আমরা তার উত্তরাধিকার রক্ষা করব।” ভিডিওতে ওই ব্যক্তি নিজেকে হামাসের মুখপাত্র হিসেবে পরিচয় দেন, তবে নাম প্রকাশ করেননি। তার মাথা-মুখ কাপড়ে ঢাকা ছিল।

নিহতদের তালিকা: হামাস স্বীকার করেছে যে, ইজেদিন আল-কাসাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ সিনওয়ার ও মুখপাত্র আবু উবেইদার পাশাপাশি আরও তিন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

তাদের মধ্যে রয়েছেন: আল-কাসাম ব্রিগেডের রাফা শাখার শীর্ষ কমান্ডার মোহাম্মদ শাবানা, হামাসের সামরিক প্রশিক্ষণ বিভাগের প্রধান হাকাম আল ইসা, আল-কাসাম ব্রিগেডের সাবেক অপারেশন্স বিভাগের কমান্ডার রায়েদ সাদ।

২০১৪ সালের ১৬ অক্টোবর ইজেদিন আল-কাসাম ব্রিগেডের তৎকালীন প্রধান ইয়াহিয়া সিনওয়ার আইডিএফের হামলায় নিহত হন। তাঁর মৃত্যুর পর গাজা শাখার নেতৃত্ব গ্রহণ করেন তার ভাই মোহাম্মদ সিনওয়ার। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী, মোহাম্মদ সিনওয়ার গত মে মাসে নিহত হন, এবং তিন মাস পর আগস্টে আবু উবেইদা মারা যান।

বিজ্ঞাপন

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ভয়াবহ হামলার মাস্টারমাইন্ড ছিলেন ইয়াহিয়া সিনওয়ার। হামাসের নতুন মুখপাত্র বলেন, তাদের লড়াই ও আত্মত্যাগ দেশের প্রতিরক্ষা ও স্বাধীনতার জন্য অব্যাহত থাকবে।

সূত্র: আলজাজিরা

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD