Logo

পুতিনের বাসভবনে ড্রোন হামলায় ‘অত্যন্ত ক্ষুব্ধ’ ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩০ ডিসেম্বর, ২০২৫, ১৩:১৪
26Shares
পুতিনের বাসভবনে ড্রোন হামলায় ‘অত্যন্ত ক্ষুব্ধ’ ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবনে ড্রোন হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনাকে তিনি খুবই সংবেদনশীল সময়ের” মধ্যে সংঘটিত একটি গুরুতর হামলা বলে মন্তব্য করেছেন।

বিজ্ঞাপন

সোমবার (২৯ ডিসেম্বর) রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ নভগোরোদের একটি সরকারি বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা ঘটে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এক বিবৃতিতে জানান, ইউক্রেনীয় বাহিনী পুতিনের বাসভবন লক্ষ্য করে মোট ৯১টি বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করে। তবে রাশিয়ার শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সব ড্রোন লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ধ্বংস করা সম্ভব হয়েছে।

এই হামলার জন্য সরাসরি ইউক্রেনকে দায়ী করেছেন ল্যাভরভ। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান শান্তি সংলাপ নিয়ে মস্কো তার অবস্থান নতুন করে বিবেচনা করতে পারে। তার ভাষায়, এ ধরনের হামলা শান্তি উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করছে।

বিজ্ঞাপন

রাশিয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট দাবি করেন, শান্তি সংলাপকে ব্যাহত করার উদ্দেশ্যে এই হামলা রাশিয়া নিজেরাই সাজিয়েছে। তার মতে, আন্তর্জাতিক সমর্থন আদায় ও যুদ্ধ পরিস্থিতিকে ভিন্ন দিকে ঘোরাতেই এই ঘটনা ঘটানো হয়েছে।

ড্রোন হামলার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডার পাম বিচে নিজের ব্যক্তিগত বাসভবন মার-আ-লাগোতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে ছিলেন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বিষয়টি নিয়ে সরাসরি প্রতিক্রিয়া জানান।

ট্রাম্প বলেন, আজ ভোরে (রুশ স্থানীয় সময়) প্রেসিডেন্ট পুতিন আমাকে এই হামলার বিষয়টি জানিয়েছেন। এটা খুবই খারাপ ঘটনা। আমি এতে অত্যন্ত ক্ষুব্ধ। এমন একটি সংবেদনশীল সময়ে এই হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

বিজ্ঞাপন

হামলার জন্য পরোক্ষভাবে ইউক্রেনকে দায়ী করে ট্রাম্প আরও কড়া মন্তব্য করেন। তিনি বলেন, টমাহকের বিষয়টা ভুলে যাবেন না। আমি টমাহক থামিয়ে দিয়েছি। আমি এটা চাইনি।

উল্লেখ্য, এর আগে একাধিকবার ইউক্রেন যুক্তরাষ্ট্রের কাছে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহের অনুরোধ জানিয়েছিল। তবে ট্রাম্প প্রশাসন সেই অনুরোধে সাড়া দেয়নি। সোমবারের হামলার প্রেক্ষাপটে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

বিজ্ঞাপন

হামলার পরপরই রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন থেকে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করা হয়। পুতিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ এই হামলার বিস্তারিত তথ্য ট্রাম্পকে অবহিত করেন।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে উশাকভ জানান, পুতিনের বাসভবনে হামলার খবর শুনে ট্রাম্প ‘হতবাক’ হয়ে পড়েন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ঈশ্বরকে ধন্যবাদ, আমরা ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দিইনি।

বিশ্লেষকদের মতে, এই হামলা ও ট্রাম্পের প্রতিক্রিয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘিরে আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে এবং চলমান শান্তি আলোচনাকে আরও অনিশ্চয়তার মুখে ঠেলে দিতে পারে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD