Logo

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে মাঝ- আকাশে ২ হেলিকপ্টারের সংঘর্ষ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৯ ডিসেম্বর, ২০২৫, ২০:৩৪
6Shares
যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে মাঝ- আকাশে ২ হেলিকপ্টারের সংঘর্ষ
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে মাঝ-আকাশে দুটি উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে করে একটি উড়োজাহাজের একজন পাইলট নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (২৮ ডিসেম্বর) নিউ জার্সির হ্যামন্টন মিউনিসিপ্যাল বিমানবন্দরের আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।

হ্যামন্টন পুলিশের প্রধান কেভিন ফ্রিল বলেন, স্থানীয় সময় রবিবার সকাল ১১টা ২৫ মিনিটের দিকে উড়োজাহাজ দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছান। ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, দুটি উড়োজাহাজের সংঘর্ষের পর একটি উড়োজাহাজ দ্রুত ঘুরতে ঘুরতে মাটিতে আছড়ে পড়ছে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উড়োজাহাজের আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিজ্ঞাপন

দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, হ্যামন্টন মিউনিসিপ্যাল বিমানবন্দরের ওপর মাঝ-আকাশে একটি এনস্ট্রম এফ- ২৮এ উড়োজাহাজের সঙ্গে আরেকটি এনস্ট্রম ২৮০সি উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। উভয় উড়োজাহাজে কেবল পাইলটরাই ছিলেন। তাদের মধ্যে একজন নিহত হয়েছেন। এছাড়া অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হয়েছে।

দুর্ঘটনাস্থলের কাছে একটি ক্যাফের মালিক সাল সিলিপিনো বলেছেন, ওই দুই পাইলট নিয়মিত তার রেস্তোরাঁয় আসতেন এবং প্রায়ই একসঙ্গে নাশতা করতেন। তিনি আরও বলেন, তিনি ও অন্য ক্রেতারা উড়োজাহাজ দু’টিকে উড্ডয়ন করতে দেখেছিলেন। এরপর একটি উড়োজাহাজ নিচের দিকে পাক খেতে শুরু করে, তার পরপরই অন্যটিও একইভাবে নেমে আসে।

তিনি জানান, এটা ভীষণ ধাক্কা দেওয়ার মতো। ঘটনাটি ঘটার পর থেকে আমি এখনো কাঁপছি।

বিজ্ঞাপন

হ্যামন্টনের বাসিন্দা ড্যান ডেমশেক স্থানীয় গণমাধ্যম এনবিসি১০- কে বলেছেন, তিনি ব্যায়ামাগার থেকে বের হচ্ছিলেন, এমন সময় ব্যাপক শব্দ শুনতে পান এবং দুটি উড়োজাহাজকে নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরতে দেখেন।

তিনি জানান, সঙ্গে সঙ্গেই প্রথম উড়োজাহাজটি সোজা অবস্থা থেকে উল্টে গিয়ে দ্রুত ঘুরতে শুরু করে এবং আকাশ থেকে নিচে পড়তে থাকে। এরপর মনে হলো দ্বিতীয় উড়োজাহাজটি কিছুক্ষণের জন্য ঠিকই ছিল। তারপর আরেকটি বিকট শব্দ বা এমন কিছু শোনা গেল- এরপর সেটিও দ্রুত ঘুরতে ঘুরতে নিচে নামতে শুরু করে।

বিজ্ঞাপন

হ্যামন্টন নিউ জার্সির দক্ষিণাঞ্চলের আটলান্টিক কাউন্টিতে অবস্থিত প্রায় ১৫ হাজার মানুষের বাস করা একটি শহর। এটি ফিলাডেলফিয়া থেকে প্রায় ৫৬ কিলোমিটার দূরে দক্ষিণ- পূর্বে অবস্থিত।

ফ্রিল বলেছেন, এই উড়োজাহাজ দুর্ঘটনার কারণ জানতে (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) তদন্ত করবে।

এফএএ ও এনটিএসবির সাবেক দুর্ঘটনা তদন্তকারী কর্মকর্তা অ্যালান ডিল বলেছেন, তদন্তকারীরা প্রথমেই দুই পাইলটের মধ্যে কোনও যোগাযোগ হয়েছিল কি না এবং তারা একে অপরকে দেখতে পেয়েছিলেন কি না- তা পর্যালোচনা করবেন।সূত্র: এনবিসি নিউজ।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD