Logo

ইরাকের এরবিলে ভারী তুষারপাতে আটকা পড়েছেন ১৯ জন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৯ ডিসেম্বর, ২০২৫, ১৫:৫৭
4Shares
ইরাকের এরবিলে ভারী তুষারপাতে আটকা পড়েছেন ১৯ জন
ছবি: সংগৃহীত

ইরাকের উত্তরাঞ্চলীয় প্রদেশ এরবিলের সোরান জেলায় প্রবল তুষারপাতের কারণে অন্তত ১৯ জন মানুষ সেখানে আটকা পড়েছেন।

বিজ্ঞাপন

স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, এই ঘটনাটি সিদেকান সীমান্ত এলাকায় ঘটেছে, যা ইরান ও তুরস্কের সীমানার সঙ্গে সংলগ্ন।

আটকা পড়াদের মধ্যে ৮ জনের পরিচয় নিশ্চিত করা গেছে। তাদের মধ্যে কেউ মেষচর হতে গিয়েছিলেন, অন্যরা পর্যটক বলে ধারণা করা হচ্ছে। বাকি ব্যক্তিদের নিরাপদে উদ্ধার করা এবং নাম-পরিচয় নিশ্চিত করার জন্য তৎপরতা চলছে। বেসামরিক প্রতিরক্ষা বাহিনী ইতোমধ্যে ৬টি উদ্ধারদল মাঠে নেমেছে।

বিজ্ঞাপন

তুষারপাতের কারণে সোরান শহরের বিভিন্ন সড়কও বন্ধ রয়েছে। এরবিলের অবস্থান কুর্দিস্তান অঞ্চলে হওয়ায় শীতকাল অনেক তীব্র এবং দীর্ঘ সময় ধরে চলে, যা তুষারপাতে এই ধরনের সমস্যার ঝুঁকি বাড়ায়।

উদ্ধারকর্মীরা দ্রুত উদ্ধার অভিযান চালাচ্ছেন, যাতে আটকা পড়া সবাই নিরাপদে ফিরতে পারেন।

বিজ্ঞাপন

সূত্র : আনাদোলু এজেন্সি

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD