ইউক্রেন শান্তি সংলাপ চূড়ান্ত পর্যায়ে : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে ওয়াশিংটনের নেতৃত্বে চলা শান্তি সংলাপ এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) ফ্লোরিডার পাম বিচে ট্রাম্পের মার-আ-লাগো প্রাসাদে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমরা শান্তি সংলাপের চূড়ান্ত পর্যায়ে আছি। তবে আরও সতর্ক হতে হবে, নয়তো বিষয়টি দীর্ঘদিন স্থগিত থাকতে পারে।
তিনি যোগ করেন, কিছু বিষয় এখনও সমাধান হয়নি, বিশেষ করে রাশিয়ার ভূখণ্ড দাবি ও আঞ্চলিক বিতর্ক।
বিজ্ঞাপন
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, রাশিয়ার যুদ্ধশেষের পর যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তার দাবিতে আলোচনা অনেকটা অগ্রসর হয়েছে। সামনের সপ্তাহে আরও বৈঠক অনুষ্ঠিত হবে।
ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক ঘণ্টার ফোনালাপ হয়। ট্রাম্প জানিয়েছেন, পুতিন ইউক্রেনে যুদ্ধবিরতি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন।
আরও পড়ুন: তুষারঝড় জোহান্নেসের তাণ্ডবে ৩ প্রাণহানি
বিজ্ঞাপন
সংঘাতের প্রেক্ষাপট: ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ার ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং ন্যাটো সদস্যপদের চেষ্টা নিয়ে টানাপোড়েনের পর ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র ২০২৫ সালের জানুয়ারি থেকে শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করার চেষ্টা করছে।








