খালেদা জিয়ার মৃত্যুতে মালদ্বীপের প্রেসিডেন্টের গভীর শোক

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জু।
বিজ্ঞাপন
তিনি অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ একটি শোকবার্তা প্রকাশ করেন।
শোকবার্তায় প্রেসিডেন্ট মইজ্জু বলেন, এই শোকের সময়ে সর্বশক্তিমান আল্লাহ যেন তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের শক্তি ও ধৈর্য দান করেন।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।








