Logo

আন্তর্জাতিক অঙ্গনে খালেদা জিয়ার জানাজায় জনসমুদ্রের খবর

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩১ ডিসেম্বর, ২০২৫, ১৮:৫১
1Shares
আন্তর্জাতিক অঙ্গনে খালেদা জিয়ার জানাজায় জনসমুদ্রের খবর
ছবি: সংগৃহীত

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে সম্পন্ন হয়। লাখো মানুষের অশ্রুসিক্ত বিদায়ের পর তাকে শেরেবাংলা নগরে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়।

বিজ্ঞাপন

বাংলাদেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ নারী নেত্রীর প্রয়াণ এবং বিশাল জনসমাগমে অনুষ্ঠিত জানাজার খবর আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে ব্যাপক গুরুত্বের সঙ্গে প্রতিফলিত হয়েছে।

কাতারভিত্তিক আল জাজিরা তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, “সাবেক নেত্রীকে বিদায় জানাতে ঢাকায় জনতার ঢল” এবং জানাজার মহিমায় রাজধানীর প্রধান সড়কগুলো জনসমুদ্রে পরিণত হয়েছিল।

বিজ্ঞাপন

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, বাংলাদেশে সর্বত্র থেকে লাখ লাখ মানুষ ঢাকায় এসে শেষ শ্রদ্ধা জানিয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন এবং জিও নিউজ বিশেষ প্রতিবেদনে জানিয়েছে, খালেদা জিয়ার মৃত্যুতে দেশটি শোকের আবহে ডুবে আছে। তারা তার রাষ্ট্রীয় জানাজায় উপস্থিত বিপুল জনসমাগমকে ঐতিহাসিক হিসেবে বর্ণনা করেছে।

বিজ্ঞাপন

ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া খালেদা জিয়াকে বাংলাদেশের ইতিহাসের প্রভাবশালী রাজনীতিবিদ হিসেবে আখ্যায়িত করে তার জানাজার বিশাল ভিড়কে গুরুত্ব দিয়েছে।

আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, খালেদা জিয়ার প্রয়াণের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটি দীর্ঘ ও সংগ্রামী অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে, জনগণের হৃদয়ে তার অবস্থান কতটা দৃঢ় ছিল। সংসদ ভবন এলাকায় জানাজা শেষে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফনের মাধ্যমে তার রাজনৈতিক জীবনের একটি চিরস্থায়ী অধ্যায় শেষ হলো।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD