Logo

প্রধানমন্ত্রী হওয়া নিয়ে যা জানালেন জামায়াত আমির

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩১ ডিসেম্বর, ২০২৫, ২১:১৩
55Shares
প্রধানমন্ত্রী হওয়া নিয়ে যা জানালেন জামায়াত আমির
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর কে সরকার গঠন করবে, কারা জয়ী হবে এবং কে প্রধানমন্ত্রী হবে এ নিয়ে আলোচনা এখন তুঙ্গে রয়েছে। এরইমধ্যে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাকে সাক্ষাৎকারে প্রধানমন্ত্রিত্ব নিয়ে প্রশ্ন করা হয়েছিল।

বিজ্ঞাপন

বুধবার (৩১ ডিসেম্বর) রয়টার্সের প্রকাশিত এ সাক্ষাৎকার প্রতিবেদনে বলা হয়েছে, জেন-জিদের দল এনসিপির সঙ্গে জোট গঠনের পর জামায়াত আমির তার অফিসে বসে তাদের সাক্ষাৎকার দিয়েছেন। তিনি জানিয়েছেন, জামায়াত আগামী নির্বাচনের পর দেশে ঐক্য সরকার গঠনে আগ্রহী।

জামায়াত আমির বলেন, “আমরা অন্তত পাঁচ বছরের জন্য একটি স্থিতিশীল রাষ্ট্র দেখতে চাই। যদি সব দল এগিয়ে আসে, আমরা একসঙ্গে সরকার চালাব।”

বিজ্ঞাপন

যদি ঐক সরকার গঠিত হয় তাহলে সেখানে তিনি নিজে প্রধানমন্ত্রী হবেন কি না এমন প্রশ্ন করা হলে ডা. শফিকুর রহমান বলেন, “যে দল নির্বাচনে সবচেয়ে বেশি আসন জয় করবে সেই দল থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হবে। যদি জামাত সর্বোচ্চ আসনে জয় পায়, তাহলে দলই সিদ্ধান্ত নেবে আমি প্রধানমন্ত্রী হবো কি না।”

যে ঐক্য সরকার গঠনের কথা জামায়াত বলছে সেখানে থাকা সবগুলো দলের মূল এজেন্ডা অবশ্যই দুর্নীতি বিরোধী হতে হবে বলে শর্ত দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

এদিকে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে আগামী নির্বাচন, সুযোগ পেলে ঐক্য সরকার গঠন, শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক, দুর্নীতির বিরুদ্ধে কাজসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। সূত্র: রয়টার্স।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD