সুইজারল্যান্ডে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেশ কয়েকজন

নতুন বছরের শুরুতেই সুইজারল্যান্ডের একটি বারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। খবর এএফপির।
বিজ্ঞাপন
সুইস পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের ওয়ালিস ক্যান্টনের বিলাসবহুল অ্যালপাইন স্কি রিসোর্ট শহর ক্র্যানস মন্টানার একটি বারে এ বিস্ফোরণ ঘটে।
ওয়ালিস ক্যান্টন পুলিশের মুখপাত্র গেটান ল্যাথিয়ন এএফপিকে বলেন, বিস্ফোরণের সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে তিনি নিশ্চিত করেন, ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, নতুন বছরের উদযাপনে পর্যটকদের কাছে জনপ্রিয় ‘লে কনস্টেলেশন’ নামের ওই বারে বিস্ফোরণটি ঘটে। ঘটনার সময় সেখানে অনেক মানুষ উপস্থিত ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ
সুইস গণমাধ্যমে প্রকাশিত ছবিতে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ও আগুনে পুড়ে যাওয়া ভবন দেখা গেছে। পাশাপাশি ঘটনাস্থলে জরুরি উদ্ধারকর্মী ও নিরাপত্তা বাহিনীকে তৎপর অবস্থায় কাজ করতে দেখা যায়।
বিজ্ঞাপন
বিস্ফোরণের প্রকৃত কারণ এবং হতাহতের সঠিক সংখ্যা নির্ধারণে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।








