Logo

ঢাকায় জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ নিয়ে যা বললেন পাকিস্তানের স্পিকার

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ জানুয়ারী, ২০২৬, ১৩:৫২
13Shares
ঢাকায় জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ নিয়ে যা বললেন পাকিস্তানের স্পিকার
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রাহ্মনিয়াম জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ ও কথোপকথার বিষয়ে মন্তব্য করেছেন পাকিস্তানের পার্লামেন্ট ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার সরদার আয়াজ সাদিক।

বিজ্ঞাপন

বুধবার (৩১ ডিসেম্বর) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভির টকশো ‘আজ শাহজাইব খানজাদা কে সাথ’ অনুষ্ঠানে তিনি বলেন, খালেদা জিয়ার জানাজা উপলক্ষে পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান ও মালদ্বীপের প্রতিনিধিরা ঢাকায় পৌঁছানোর পর বাংলাদেশের সংসদ ভবনের অভ্যর্থনা কক্ষে সবাই একত্রিত হন। সেখানেই জয়শঙ্কর ও তার নেতৃত্বাধীন ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়।

সরদার আয়াজ সাদিক জানান, তিনি যখন বাংলাদেশের নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনারের সঙ্গে কথা বলছিলেন, তখন জয়শঙ্কর এগিয়ে এসে তাকে স্বাগত জানান এবং নিজের পরিচয় দেন। পরে তিনি নিজের পরিচয় দিতে চাইলে জয়শঙ্কর বলেন, “আমি আপনাকে চিনি জনাব, পরিচয় দেওয়ার প্রয়োজন নেই।”

বিজ্ঞাপন

সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী যখন তার সঙ্গে হাত মেলানোর জন্য এগিয়ে আসেন, তখন দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমের ক্যামেরা ও সাংবাদিকরা বিষয়টি গভীরভাবে লক্ষ্য করছিলেন। তার মতে, জয়শঙ্কর পুরো বিষয়টি সম্পর্কে সচেতন ছিলেন।

সরদার আয়াজ সাদিক বলেন, “তিনি খুব ভালোভাবেই জানতেন যে তিনি যা করছেন, সবকিছুই মিডিয়ার লোকজন রেকর্ড করছে। সে অনুযায়ীই তিনি আমার সঙ্গে কথা বলেছেন।”

বিজ্ঞাপন

জানাজা শেষে জয়শঙ্কর ও সরদার আয়াজ সাদিক উভয়েই নিজ নিজ দেশে ফিরে যান।

সূত্র: জিও টিভি

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD