রাশিয়ায় বর্ষবরণ অনুষ্ঠানে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ২৪

নতুন বছর উদযাপনের সময় কৃষ্ণ সাগরের তীরবর্তী রুশ গ্রাম খোরলিতে ড্রোন হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনের বেশি। রাশিয়ার দাবি, হামলাটি চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী।
বিজ্ঞাপন
ইউক্রেনের খেরসন প্রদেশের রাশিয়া-নিয়ন্ত্রিত এলাকায় বুধবার (৩১ ডিসেম্বর) রাতের এই হামলার তথ্য নিশ্চিত করেছেন ওই অঞ্চলের গভর্নর ভ্লাদিমির স্যালদো। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।
বিবৃতিতে স্যালদো বলেন, নববর্ষ উদযাপন উপলক্ষে খোরলির একটি হোটেলের লনে বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়েছিলেন। তার আগে সন্ধ্যার দিকে একটি গোয়েন্দা ড্রোন ওই এলাকা পর্যবেক্ষণ করে যায় বলে জানা গেছে।
বিজ্ঞাপন
তিনি জানান, রাত ১২টার কিছুক্ষণ আগে লনে সমবেত মানুষের ওপর তিনটি বিস্ফোরকবাহী ড্রোন আঘাত হানে। এতে লন ও হোটেল এলাকায় ব্যাপক অগ্নিকাণ্ড ঘটে। তিনটি ড্রোনের মধ্যে অন্তত একটিতে বিপুল পরিমাণ বিস্ফোরক ছিল বলে দাবি করা হয়েছে।
স্যালদো তার বিবৃতিতে বলেন, “২০১৪ সালে ওডেসায় ইউক্রেনের উগ্র জাতীয়তাবাদীরা ২৪ জন সরকারবিরোধী আন্দোলনকারীকে একটি ভবনে আটকে রেখে আগুন ধরিয়ে দিয়েছিল। সেদিন তারা জীবন্ত পুড়ে মারা যান। আজকের এই হামলার সঙ্গে কেবল সেই ঘটনাটিরই তুলনা করা যায়। জেলেনস্কি যে শান্তির কথা বলেন, বাস্তবে তার চিত্র এটাই।”
বিজ্ঞাপন
এদিকে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন এক পৃথক বিবৃতিতে জানান, নববর্ষকে লক্ষ্য করে বুধবার রাতে মস্কোর বিভিন্ন এলাকায় অন্তত ৯টি বিস্ফোরকবাহী ড্রোন পাঠানো হয়েছিল। তবে সেগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে সক্ষম হয়েছে।
এই হামলার বিষয়ে ইউক্রেনীয় পক্ষ এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
সূত্র: আরটি








