Logo

ভেনেজুয়েলায় আর হামলা হবে না, যুক্তরাষ্ট্রের আদালতে মাদুরোর বিচার করা হবে

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩ জানুয়ারী, ২০২৬, ১৮:৫৭
35Shares
ভেনেজুয়েলায় আর হামলা হবে না, যুক্তরাষ্ট্রের আদালতে মাদুরোর বিচার করা হবে
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সিনেটর মাইক লি জানিয়েছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছেন। রুবিও তাকে জানিয়েছেন, যেহেতু মাদুরো এখন যুক্তরাষ্ট্রের হাতে, তাই ভেনেজুয়েলায় আর কোনো সামরিক হামলা চালানো হবে না।

বিজ্ঞাপন

অপরদিকে আটককৃত মাদুরোকে যুক্তরাষ্ট্রে বিচারের মুখোমুখি করা হবে। এখানেই হবে তার বিচার।

মাইক লি মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ধারণা দিয়েছেন যে, মাদুরো যেহেতু এখন যুক্তরাষ্ট্রের হাতে, তাই ভেনেজুয়েলায় আর হামলা চালানো হবে না। মাদুরোকে আটকের জন্য যারা অভিযান চালিয়েছিলেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে মধ্যরাতে কিছু সামরিক অভিযানও চালানো হয়েছিল।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের অভিযোগ মাদুরো ভেনেজুয়েলায় একটি মাদক সাম্রাজ্য চালান। সেখানে মাদক উৎপাদন করে সেগুলো যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। এ কারণে মাদুরোর বিরুদ্ধে ২০২০ সালেই পরোয়ানা জারি করা হয়েছিল। তাকে গ্রেপ্তার বা আটকে সহায়তা করলে ৫০ মিলিয়ন ডলার পুরস্কারও ঘোষণা করা হয়েছিল।

আরও পড়ুন:

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ কয়েকজন কর্মকর্তার বরাতে জানিয়েছে, মাদুরোকে আটক করেছে ডেল্টা ফোর্স। এটি দেশটির সেনাবাহিনীর প্রধান সন্ত্রাসবিরোধী ইউনিট।

বিজ্ঞাপন

সূত্র: বিবিসি, আলজাজিরা

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD