Logo

এক বছরে ৭ দেশে হামলা চালাল ট্রাম্প, ৬টিই মুসলিমপ্রধান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩ জানুয়ারী, ২০২৬, ১৭:৪৬
18Shares
এক বছরে ৭ দেশে হামলা চালাল ট্রাম্প, ৬টিই মুসলিমপ্রধান
ছবি: সংগৃহীত

নিজেকে ‘শান্তির প্রেসিডেন্ট’ হিসেবে উপস্থাপন করলেও ২০২৫ সালে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার চিত্র ভিন্ন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। অরাজনৈতিক সংঘাত পর্যবেক্ষণ সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডাটা (এসিএলইডি)–এর তথ্য অনুযায়ী, চলতি বছরের ২০ জানুয়ারি ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে যুক্তরাষ্ট্র বিশ্বের অন্তত সাতটি দেশে সরাসরি বা অংশীদার হিসেবে মোট ৬২২ বার বোমা হামলা চালিয়েছে।

বিজ্ঞাপন

সবশেষ শুক্রবার রাত থেকে তেলসমৃদ্ধ ভেনেজুয়েলার ভূখণ্ডে সরাসরি সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি করেছে।

যেসব দেশে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

সিরিয়া

গত বছরের ডিসেম্বরে সিরিয়ায় তথাকথিত ইসলামিক স্টেটের (আইএস) অন্তত ৭০টি অবস্থানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। পালমিরা এলাকায় এক মার্কিন সেনা নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে চালানো এ অভিযানে ট্রাম্প একে ‘ভয়াবহ প্রতিশোধ’ বলে আখ্যা দেন।

ইরান

বিজ্ঞাপন

গত ২২ জুন ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা- নাতাঞ্জ, ইসফাহান ও ফোরদোতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ট্রাম্প দাবি করেন, এতে ইরানের পারমাণবিক সক্ষমতা বড়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান কাতারে একটি মার্কিন ঘাঁটিতে হামলা চালালেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

ইরাক

মার্চে ইরাকের আল-আনবার প্রদেশে আইএসের শীর্ষ নেতা আবদাল্লাহ আবু খাদিজাকে লক্ষ্য করে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। ট্রাম্প এই অভিযানকে ‘শক্তির মাধ্যমে শান্তি’ নীতির উদাহরণ হিসেবে তুলে ধরেন।

বিজ্ঞাপন

ইয়েমেন

২০২৫ সালের মার্চ থেকে মে পর্যন্ত ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে ধারাবাহিক বিমান ও নৌ হামলা চালায় যুক্তরাষ্ট্র। এসব হামলায় বন্দর, বিমানবন্দর ও সামরিক স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, এতে শতাধিক বেসামরিক মানুষ নিহত হয়েছে।

নাইজেরিয়া

বিজ্ঞাপন

গত ২৫ ডিসেম্বর উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় আইএস সংশ্লিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে প্রথমবারের মতো সরাসরি সামরিক হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, এতে একাধিক সন্ত্রাসী নিহত হয়েছে। নাইজেরিয়ার সরকার অভিযানকে ‘সফল’ বললেও হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা জানায়নি।

সোমালিয়া

২০২৫ সালে সোমালিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার সংখ্যা অতীতের সব প্রশাসনকে ছাড়িয়ে গেছে। অন্তত ১১১ বার হামলা চালানো হয়েছে বলে বিভিন্ন পর্যবেক্ষক সংস্থার দাবি। এসব হামলায় বেসামরিক লোকজন, এমনকি শিশুও নিহত হয়েছে বলে অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে।

বিজ্ঞাপন

ভেনেজুয়েলা ও ক্যারিবীয় অঞ্চল

২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলাগামী নৌযানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, এসব নৌযান মাদক পাচারে জড়িত। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের তথ্য অনুযায়ী, এসব হামলায় অন্তত ৯৫ জন নিহত হয়েছেন। ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘সরকার পরিবর্তনের ষড়যন্ত্র’ করার অভিযোগ তুলেছে।

বিজ্ঞাপন

মুসলিমপ্রধান দেশগুলোই বেশি নিশানায়

পরিসংখ্যান বলছে, ২০২৫ সালে যুক্তরাষ্ট্র যে সাতটি দেশে হামলা চালিয়েছে, তার মধ্যে ছয়টিই মুসলিমপ্রধান দেশ। একমাত্র ব্যতিক্রম ভেনেজুয়েলা, যেখানে অধিকাংশ মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী।

নির্বাচনী প্রচারে যুক্তরাষ্ট্রকে বিদেশি যুদ্ধ থেকে বের করে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, ২০২৫ সালে একাধিক দেশে ধারাবাহিক সামরিক অভিযান সেই প্রতিশ্রুতির সঙ্গে স্পষ্ট সাংঘর্ষিক। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আশঙ্কা, যুক্তরাষ্ট্রের এই বাড়তি সামরিক সক্রিয়তা ২০২৬ সালে বৈশ্বিক রাজনীতিতে আরও নতুন সংকটের জন্ম দিতে পারে।

বিজ্ঞাপন

সূত্র: আল-জাজিরা

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD