Logo

প্রায় এক দশক পর জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১২ জানুয়ারি, ২০২৬, ১২:৩১
প্রায় এক দশক পর জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু
ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রায় এক দশক অপেক্ষার পর মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে বিচার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজি)। ‘ওয়ার্ল্ড কোর্ট’ নামেও পরিচিত এই আদালতে আজ সোমবার থেকে মামলার শুনানি শুরু হবে।

বিজ্ঞাপন

নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আইসিজিতে স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) শুনানি শুরু হচ্ছে। টানা তিন সপ্তাহ ধরে এই শুনানিপর্ব চলবে বলে জানা গেছে।

জাতিসংঘের আওতাধীন তদন্তকারী সংস্থা ইউএন ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমার–এর প্রধান নিকোলাস কৌমজিয়ান বার্তাসংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

২০১৭ সালের জুলাইয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যের কয়েকটি পুলিশ ফাঁড়ি ও সেনা ছাউনিতে হামলার ঘটনা ঘটে। মিয়ানমার সরকার ওই হামলার দায় সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি (আরসা)-এর ওপর চাপায়। এর পরপরই ‘নিরাপত্তা অভিযান’-এর নামে সেনাবাহিনী সীমান্তবর্তী রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলোতে ব্যাপক অভিযান শুরু করে।

এই অভিযানে নির্বিচার হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ ওঠে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে। সহিংসতার মুখে পড়ে লাখ লাখ রোহিঙ্গা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বাংলাদেশসহ পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নেয়। বাংলাদেশ সরকারের তথ্য অনুযায়ী, ওই সময় প্রায় ১০ লাখ রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেন, যারা এখনো সেখানেই বসবাস করছেন।

ঘটনার পরপরই জাতিসংঘ একটি অনুসন্ধানী দল গঠন করে। তাদের প্রতিবেদনে রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত সেনা অভিযানে ‘গণহত্যামূলক উদ্দেশ্যের স্পষ্ট ইঙ্গিত’ রয়েছে বলে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

এই প্রতিবেদনের ভিত্তিতে ২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আইসিজিতে গণহত্যার মামলা দায়ের করে। সোমবার শুরু হতে যাওয়া শুনানি সেই মামলারই অংশ।

উল্লেখ্য, ২০১৭ সালে অভিযানের সময় মিয়ানমারের বেসামরিক সরকারের প্রধান ছিলেন নোবেলজয়ী অং সান সুচি। তিনি জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেন এবং গাম্বিয়ার আনা অভিযোগকে ‘অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর’ বলে অভিহিত করেছিলেন।

বিজ্ঞাপন

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন অং সান সুচি। বর্তমানে তিনি কারাবন্দি এবং সেনাশাসিত আদালতে দুর্নীতির অভিযোগে তার বিচার চলছে।

রোহিঙ্গা গণহত্যা মামলার প্রধান তদন্তকারী নিকোলাস কৌমজিয়ান রয়টার্সকে বলেন, এই মামলার মাধ্যমে গণহত্যার সংজ্ঞা, অভিযোগ প্রমাণের মানদণ্ড এবং আন্তর্জাতিক অপরাধে ন্যায়বিচার নিশ্চিতের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নজির স্থাপিত হতে পারে।

সূত্র: রয়টার্স

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD