Logo

ইরানের বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১২ জানুয়ারি, ২০২৬, ১১:৪১
ইরানের বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
ছবি: সংগৃহীত

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৫৩৮ জনে পৌঁছেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ। এমন পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র।

বিজ্ঞাপন

রবিবার (১১ জানুয়ারি) গভীর রাতে বিশেষ বিমান এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সামরিক বাহিনী বিভিন্ন দিক পর্যালোচনা করছে এবং কয়েকটি কঠোর বিকল্প নিয়ে আলোচনা চলছে। তিনি জানান, শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

ট্রাম্পের এমন বক্তব্যের পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। এদিকে যুক্তরাষ্ট্র যদি ইরানের ভূখণ্ডে হামলা চালায়, তাহলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরান সতর্ক করে বলেছে, কোনো ধরনের ‘ভুল হিসাব-নিকাশ’ করলে এর জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।

বিজ্ঞাপন

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ইরানে হতাহতের সংখ্যা বাড়ছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এইচআরএএনএর তথ্য অনুযায়ী নিহতদের অধিকাংশই বিক্ষোভকারী। তবে রয়টার্স স্বাধীনভাবে এই সংখ্যা যাচাই করতে পারেনি। ইরান সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো হতাহতের তথ্য প্রকাশ করেনি। গত বৃহস্পতিবার থেকে দেশটিতে ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সহিংসতার মাধ্যমে সমাজ অস্থিতিশীল করার সুযোগ দেওয়া হবে না। তবে তিনি এটাও স্বীকার করেন যে শান্তিপূর্ণ প্রতিবাদ জনগণের অধিকার। এক বক্তব্যে তিনি বলেন, জনগণের বিশ্বাস করা উচিত যে সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।

বিজ্ঞাপন

২০২২ সালের পর এটিই ইরানে সবচেয়ে বড় সরকারবিরোধী আন্দোলন। মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকটের প্রতিবাদ থেকে শুরু হলেও এই আন্দোলন দ্রুত রাজনৈতিক রূপ নেয়। গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া বিক্ষোভ ইতোমধ্যে দেশটির বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা বর্তমান শাসনব্যবস্থার অবসান দাবি করছে।

চলমান পরিস্থিতিতে ট্রাম্প একাধিকবার ইরানে হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছেন এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ না করতে ইরানি নেতৃত্বকে সতর্ক করেছেন। সর্বশেষ তিনি জানান, যুক্তরাষ্ট্র প্রয়োজনে বিক্ষোভকারীদের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD