Logo

নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করলেন ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১২ জানুয়ারি, ২০২৬, ১২:২০
নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করলেন ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প | ফাইল ছবি

বিশ্ব রাজনীতিতে নজিরবিহীন এক ঘোষণায় নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ হিসেবে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই ঘোষণাকে কেন্দ্র করে লাতিন আমেরিকা ও আন্তর্জাতিক অঙ্গনে চরম উত্তেজনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (১১ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি ছবি পোস্ট করে ট্রাম্প এ ঘোষণা দেন।

পোস্ট করা ছবির ক্যাপশনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে তিনি ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন।

বিজ্ঞাপন

এই ঘোষণাটি আসে এমন এক সময়, যখন এর ঠিক এক সপ্তাহ আগে মার্কিন সামরিক অভিযানে ভেনেজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা হয়। ফলে ট্রাম্পের ঘোষণাকে কেন্দ্র করে ভেনেজুয়েলার রাজনৈতিক সংকট আরও গভীর আকার ধারণ করেছে।

এই সংকটের সূচনা হয় গত ৩ জানুয়ারি। ওই দিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে আকস্মিক এক সামরিক অভিযান পরিচালনা করে। অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সরকারি বাসভবন থেকে আটক করে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা দুজনই মাদক পাচারের অভিযোগে নিউইয়র্কের একটি ফেডারেল কারাগারে আটক রয়েছেন। মার্কিন আদালতে তাদের বিচার প্রক্রিয়া শুরুর প্রস্তুতিও চলছে।

এই অভিযানে ব্যাপক রক্তপাতের ঘটনা ঘটে। বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, অভিযানের সময় ভেনেজুয়েলায় অন্তত ১০০ জনের প্রাণহানি হয়েছে, যা দেশটিতে তীব্র ক্ষোভ ও অস্থিরতার জন্ম দিয়েছে।

বিজ্ঞাপন

এর আগে ট্রাম্প ভেনেজুয়েলার বিপুল তেল সম্পদের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে নেওয়ার বিষয়ে প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছিলেন।

সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও জানান, অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার জ্বালানি খাতের নিয়ন্ত্রণ ওয়াশিংটনের হাতে থাকবে এবং দেশটির সরকার কাঠামো সংস্কারে যুক্তরাষ্ট্র সক্রিয় ভূমিকা পালন করবে।

রুবিও বলেন, ‘উপযুক্ত সময়ে’ তেলের মালিকানা আবার ভেনেজুয়েলার সরকারের কাছে ফিরিয়ে দেওয়া হবে।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্পের নিজেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ঘোষণা করার পেছনে মূল লক্ষ্য দেশটির তেল সম্পদের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ আরও সুসংহত করা।

অন্যদিকে, মাদুরো আটক হওয়ার পরপরই ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করে। ভেনেজুয়েলার সেনাবাহিনীও তাকে সমর্থন জানায়। ক্ষমতা গ্রহণের পর ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ার প্রস্তাব দিলেও ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণা সেই রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলেছে।

বিজ্ঞাপন

বর্তমানে ভেনেজুয়েলায় একই সঙ্গে ডেলসি রদ্রিগেজ ও ডোনাল্ড ট্রাম্প নিজেদের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দাবি করায় দেশটি নজিরবিহীন প্রশাসনিক ও সার্বভৌম সংকটে পড়েছে। এই ঘোষণা আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের পরিপন্থী কি না—তা নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।

সূত্র: ট্রুথ সোশ্যাল এবং রয়টার্স

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD