Logo

যুদ্ধের হুমকিতে ইরান : যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা তেহরানের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৩ জানুয়ারি, ২০২৬, ১১:২৮
যুদ্ধের হুমকিতে ইরান : যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা তেহরানের
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র যদি ইরানের সামরিক শক্তি যাচাই কিংবা সংঘাতে জড়াতে চায়, তবে তেহরান সম্পূর্ণ প্রস্তুত—এমন কঠোর বার্তা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি জানান, আলোচনার দরজা খোলা থাকলেও ইরান যে কোনো পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১২ জানুয়ারি) আলজাজিরা আরবিকে দেওয়া সাক্ষাৎকারে আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সংলাপ সম্ভব, তবে একই সঙ্গে ইরান নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, গত বছরের জুনে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে যে সামরিক প্রস্তুতি নেওয়া হয়েছিল, বর্তমানে সেই প্রস্তুতি আরও বিস্তৃত ও শক্তিশালী করা হয়েছে।

যুক্তরাষ্ট্র যদি ইরানের সামরিক সক্ষমতা পরীক্ষা করতে চায়—এমন প্রশ্নে আরাগচি বলেন, ওয়াশিংটন আগেও আমাদের শক্তি পরীক্ষা করেছে। আবার চাইলে সেটির জন্যও আমরা প্রস্তুত। তবে আমি আশা করি, যুক্তরাষ্ট্র যুক্তিবোধের পরিচয় দিয়ে আলোচনাকেই বেছে নেবে।

বিজ্ঞাপন

একই সঙ্গে তিনি ইসরায়েলের স্বার্থ রক্ষায় যারা যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়াতে চাইছে, তাদের সতর্ক করে দেন।

দেশের ভেতরে চলমান অস্থিরতা প্রসঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, বিক্ষোভে সশস্ত্র সন্ত্রাসীরা ঢুকে পড়েছে। তাঁর অভিযোগ, এরা সাধারণ বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালিয়েছে।

প্রসঙ্গত, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর রাজধানী তেহরানের বিভিন্ন বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা ধর্মঘটের ডাক দেন। ওই ধর্মঘট থেকেই বিক্ষোভের সূত্রপাত হয়। পরবর্তী কয়েক দিনের মধ্যেই তা ইরানের ৩১টি প্রদেশের প্রায় সব শহর ও গ্রামে ছড়িয়ে পড়ে। সময়ের সঙ্গে সঙ্গে বিক্ষোভের তীব্রতা বাড়তে থাকে এবং বর্তমানে আন্দোলনের কারণে দেশের স্বাভাবিক কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।

বিজ্ঞাপন

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই ইরানের বিক্ষোভের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়ে আসছেন। তিনি একাধিকবার হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ইরানের ইসলামি প্রজাতান্ত্রিক সরকার যদি কঠোর ও দমনমূলক পন্থায় আন্দোলন নিয়ন্ত্রণের চেষ্টা করে, তবে সামরিক অভিযানের পথেও হাঁটতে পারে ওয়াশিংটন।

অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের অর্থনীতি পুনর্গঠনের আশ্বাস দিয়েছেন। তিনি জানিয়েছেন, জনগণের দাবি ও অভিযোগ শোনার জন্য তাঁর সরকার প্রস্তুত রয়েছে এবং সংকট সমাধানে উদ্যোগ নেওয়া হবে।

বিজ্ঞাপন

সূত্র: আলজাজিরা

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD